কলকাতা: নিজে হাতে করে নিয়ে গিয়েছেন, ফিরিয়েও আনবেন নিজে হাতে করেই। কয়েক দিন আগেই অদম্য সুর ছিল গলায়। সেই মতো ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma Demise) নিয়ে তাঁর কুঁদঘাটের বাড়িতে পা রাখলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। কিন্তু ফারাক শুধু একটাই, প্রাণচঞ্চল, ছটফটে সেই মেয়েটির দেখা মিলল না। তার বদলে ঐন্দ্রিলার শীতল, নিথর দেহ নিয়ে ফিরতে হল সব্যসাচীকে।


আজই কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য ঐন্দ্রিলা শর্মার


রবিবার দুপুরে হাওড়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর পর বিকেল ৪টের কিছু পর হাসপাতাল থেকে বার করা হয় ঐন্দ্রিলার মরদেহ। দ্বিতীয় হুগলি সেতু হয়ে এন্দ্রিলাকে নিয়ে শবযান এগোয় কুঁদঘাটের বাড়ির দিকে। সেই যাত্রাপথে ঠায় ঐন্দ্রিলার সঙ্গে হয়ে থাকলেন সব্যসাচী।


হাওড়া থেকে কুঁদঘাটের বাড়িতে ঐন্দ্রিলার দেহ পৌঁছতে পৌঁছতে নেমে আসে সন্ধে। বাড়ির সামনে তখন থিকথিকে ভিড়। বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়ে ঐন্দ্রিলার পরিবার-পরিজনরা। কিন্তু দূর থেকে ঐন্দ্রিলাকে নিয়ে আসা শবযান যত স্পষ্ট হতে শুরু করে, ততই স্পষ্ট হয় চালকের পাশের আসনে বসা সব্যসাচীর বিধ্বস্ত, হেরে যাওয়া চেহারা। ঐন্দ্রিলা যেতে চাননি, ফিরিয়ে আনবেন পণ ছিল সব্যসাচীরও। কারও কথাই খাটেনি শেষ পর্যন্ত। তারই প্রতিফলন স্পষ্ট ছিল সব্যসাচীর চোখে-মুখে।


আরও পড়ুন: Aindrila Sharma Demise: ‘অসম্ভব জীবনীশক্তি ছিল, হাসলে মনে হতো, গোটা পৃথিবী হাসছে’, ঐন্দ্রিলার প্রয়াণে অপরাজিতা


অভিনেত্রীর পরিবার এবং ঘনিষ্ঠ-সূত্রে জানা গিয়েছে, রবিবারই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার। কুঁদঘাটের বাড়ি থেকে এনটি ওয়ান স্টুডিওয় নিয়ে যাওয়া হবে ঐন্দ্রিলার মরদেহ। সেখানে সহকর্মী, কলাকুশলীরা ঐন্দ্রিলাকে শ্রদ্ধা জানাবেন। তার পর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার। ঐন্দ্রিলার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


আগে দু'-দু'বার ক্যান্সারকে হারিয়ে জয়ী হন ঐন্দ্রিলা, পাশে ছিলেন সব্যসাচী


২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। তবে ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়িতে ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরেছিলেন ধীরে ধীরে। পা রাখেন অভিনয় জীবনেও। তারপর তাঁর প্রতিভার উড়ান নজর কাড়ে সকলের। কিন্তু ছন্দপতন হল ২০২১-এ।  তাঁর ডান ফুসফুসে টিউমার ধরা পড়ল। আবার শুরু হল কেমো থেরাপি। সেই যুদ্ধও হাসি মুখেই জয় করেছিলেন ঐন্দ্রিলা। তার পর আবার ফিরেছিলেন অভিনয় জীবনে। কিন্তু এ মাসেই শুরুতেই সব ওলটপালট হয়ে গেল চিরদিনের জন্য।