কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার
নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জে (Kaliyaganj News) এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন। বছর তেত্রিশের মৃত্যুঞ্জয়ের বাড়ি রাধিকাপুরের চাটগাঁ এলাকায়। গতকাল রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।
মৃত মৃত্য়ুঞ্জয় বর্মনকে বিজেপি কর্মী বলে দাবি করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তাঁর অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ কালিয়াগঞ্জ থানার পুলিশ ধরপাকড় শুরু করে। বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করায়, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বছর তেত্রিশের মৃত্যুঞ্জয়ের বাড়ি রাধিকাপুরের চাটগাঁ এলাকায়।
মমতার ভূমিকা সম্রাট নিরোর মতো, দাবি শুভেন্দুর
কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। তাঁর বক্তব্য, 'পুলিশ নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করেছে। গতকাল মধ্যরাতে মমতার ট্রিগার হ্যাপি পুলিশ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে হানা দেয়। কিন্তু বিষ্ণু বর্মনকে তাঁরা পায়নি। মৃত্যুঞ্জয় বর্মন নামে ৩৩ বছরের যুবককে নৃশংস ভাবে খুন করে পুলিশ। এটা অত্যাচার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম নিদর্শন। রাজ্য জ্বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো ভূমিকা পালন করছেন। গতকালই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁর নির্দেশ পালন করেছে'।
আজ আদালতে তোলা হবে সুকন্যা মণ্ডলকে
গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে আজ রাউস অ্যাভিনিউ কোর্টে ইডি-র হাতিয়ার হতে চলেছে তাঁর বাবার ঘনিষ্ঠদের বয়ান। ইডি-র দাবি, পুরোটাই জানতেন সুকন্যা। জিজ্ঞাসাবাদে তিনি শুধু অসহযোগিতাই করেননি, আর্থিক লেনদেনে সুকন্যার সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। ইডি সূত্রের খবর, তথ্যপ্রমাণ দেখালেও সুকন্য়া জবাব এড়িয়েছেন। বারবার দাবি করেছেন, সব জানেন বাবা আর তাঁদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি। ইডি-র দাবি, সুকন্যার দাবি যে ঠিক নয়, তা জানান অনুব্রত-ঘনিষ্ঠরাই। জিজ্ঞাসাবাদে জানা যায়, শুধু অনুব্রত নন, সুকন্যাও নির্দেশ দিতেন। রাইস মিল ও অন্যান্য ক্ষেত্রে টাকা লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন সুকন্যা। কোটি কোটি টাকার সম্পত্তি, জায়গা-জমি ছাড়াও ব্যাঙ্কে কোটি কোটি টাকা লেনদেনের কোনও সদুত্তর সুকন্যা দেননি বলে ইডি-র দাবি। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে এই সমস্ত তথ্যপ্রমাণ পেশ করে অনুব্রত-কন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।
তালিকা দীর্ঘ হচ্ছে, সুকন্য়ার গ্রেফতারিতে দিলীপ
প্রতিদিন তালিকা লম্বা হচ্ছে। সুকন্যা পালিয়ে বেড়াচ্ছিলেন, সহযোগিতা করছিলেন না। তাই গ্রেফতার। গরুপাচারকাণ্ডে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ইডি-র হাতে গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আত্মসমর্পণ আব্দুল লতিফের
গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়ে, আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন খাতায়-কলমে ফেরার থাকা আব্দুল লতিফ। সিবিআই চার্জশিটে নাম ছিল লতিফের। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। আদালতে লতিফের আইনজীবী বলেন, সিবিআইকে তদন্তে সহযোগিতা করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও কঠিন পদক্ষেপ করা যাবে না। বিচারক জানতে চান, কঠিন পদক্ষেপ আর সহজ পদক্ষেপের পার্থক্য কী? আদালতে যখন আসে কোর্টের হেফাজতেই থাকে, সিবিআইয়ের কত সহযোগিতা প্রয়োজন, সেটাও শুনতে হবে। সিবিআইয়ের আইনজীবী জানান, লতিফকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সহযোগিতাও প্রয়োজন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত এটাই চাইছি বলে মন্তব্য করেন সিবিআইয়ের আইনজীবী।
তৃণমূলে গণ ইস্তফা
পটাশপুর, তুফানগঞ্জের পর এবার মানিকচক। তৃণমূলে নবজোয়ার যাত্রার মধ্যেই শাসকদলে গণইস্তফার হিড়িক। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শুরুর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মানিকচক বিধানসভার শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ একঝাঁক নেতা, কর্মী। তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যার অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন করছে তৃণমূল। বাইরের নেতারা এসে প্রার্থী ঠিক করছেন। এসব মানতে না পেরেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেকের সফরের আগে শাসকদলে ভাঙন ধরায় আশাবাদী কংগ্রেস। বিজেপির কটাক্ষ, আগামীদিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না। যদিও গণইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।
জনসংযোগ যাত্রার তৃতীয় দিন
জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে কোচবিহার থেকে আজ আলিপুরদুয়ার রওনা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তুফানগঞ্জে রাত্রিবাস করেন। সকালে বেরিয়ে প্রথমে যাবেন আলিপুরদুয়ারের বারোবিশায়। আজ কুমারগ্রাম, আলিপুরদুয়ার, কালচিনি ও মাদারিহাট, এই চারটি বিধানসভায় কর্মসূচি রয়েছে অভিষেকের। প্রথমে কুমারগ্রামে জনসভা, এরপর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান, কুমারগ্রাম চা বাগানের শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ। এরপর আলিপুরদুয়ার আর কালচিনিতে জনসভা করবেন অভিষেক। সবশেষে মাদারিহাটে গণভোটে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই কর্মসূচি রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
স্বস্তিতে ইতি টেনে ফিরছে গরম। তার আগে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে স্বস্তির দিন শেষ। কলকাতা-সহ সব জেলাতেই বাড়ছে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ ডিগ্রিতে। ফলে ফের ভ্যাপসা গরমের সঙ্গে চলবে ওঠা-বসা।
ইডি-র দফতরে হাজিরা অয়ন শীলের বান্ধবীর
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র তলবে হাজিরা দিলেন অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইডি-র দাবি, অয়নের ছেলে অভিষেকের সঙ্গে দুটি সংস্থায় অংশীদারি রয়েছে ইমনের। অভিষেক-ইমনের নামে একটি জমিও কিনেছিলেন অয়ন। ইমন অয়নের কর্মকাণ্ড সম্পর্কে কী জানতেন? জমি কেনার টাকার উৎস কী? জানতে চায় ইডি।
৪৮টি ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ
গুণমান বিচারের পরীক্ষায় ব্যর্থ নিত্য ব্যবহৃত ৪৮টি ওষুধ। তা নিয়ে জারি হল সতর্কতা। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর তরফে সতর্কতা জারি করা হয়েছে। CDSCO-র ওয়েবসাইটে পরীক্ষায় উতরোতে না পারা ওষুধের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ১ হাজার ৪৯৭টি ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছিল। তার মধ্যে গুণমান পরীক্ষায় উতরে গিয়েছে ১ হাজার ৪৪৯টি ওষুধ। ৪৮টি নিত্য ব্যবহৃত ওষুধ ব্যর্থ হয়েছে পরীক্ষায়।