IPL 2023 Points Table: আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠে এল কেকেআর?

IPL 2023: বুধবার কেকেআর আরসিবিকে ২১ রানের ব্যবধানে পরাজিত করে মরসুমের তৃতীয় ম্যাচটি জিতে নিয়েছে।

Continues below advertisement

কলকাতা: অবশেষে চার ম্যাচ পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাঁদেরই ঘরের মাঠে হারিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে জেসন রয়ের অর্ধশতরানের ইনিংসের পর বল হাতে বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মার দুরন্ত বোলিংয়ে ভর করে আরসিবিকে ২১ রানে পরাজিত করে নাইট বাহিনী। এই জয়ের ফলে আট ম্যাচ তিন ম্যাচ জিতে কেকেআরের (KKR) দখলে ছয় পয়েন্ট এল। তবে ম্যাচ জিতলেও, লিগ তালিকায় (IPL 2023 Points Table) কিন্তু নাইটদের খুব একটা উন্নতি হল না।

Continues below advertisement

এগোল কেকেআর

আরসিবি ম্যাচের আগে লিগ তালিকায় আট নম্বরে ছিল নীতীশ রানার নেতৃত্বাধীন দল। এই ম্যাচ জিতে লিগের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে এক ধাপ উঠে এল নাইটরা। বর্তমানে কেকেআর পল্টনদের থেকে এক ম্যাচ বেশি খেললেও, দুই দলের দখলেই সমান সংখ্যক পয়েন্ট রয়েছে। তবে কেকেআরের নেট রান রেট (-০.০২৭) মুম্বইয়ের (-০.৬২০) থেকে বেশি হওয়ায় রোহিতদের পিছনে ফেলে দিলেন নীতীশরা। অবশ্য বুধবার নাইটদের বিরুদ্ধে পরাজিত হলেও, লিগ তালিকায় কিন্তু পাঁচ নম্বর স্থানেই বহাল রয়েছে আরসিবি (RCB)। আটের মধ্যে চার ম্যাচ জিতে আরসিবির দখলে আট পয়েন্ট, নেট রান রেট -০.১৩৯।

শীর্ষে সিএসকে

লিগ শীর্ষে অবশ্য কোনও বদল ঘটেনি। এক নম্বরে ধোনির চেন্নাই সুপার কিংসের দাপট অব্যাহত।পরপর তিন ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ৭ ম্যাচের মধ্যে ৫টি জয়। ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে সিএসকে। তবে মহেন্দ্র সিংহ ধোনিদের সমান পয়েন্ট অর্জন করে ফেললেন হার্দিক পাণ্ড্যরাও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্স। চেন্নাইয়ের মতোই ৭ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট গুজরাতের। ধোনিদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে গুজরাত। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে হার্দিকরা। চেন্নাইয়ের নেট রান রেট + ০.৬৬২। গুজরাতের +০.৫৮০। যে কারণে শীর্ষে রয়েছে চেন্নাই। দুইয়ে গুজরাত।

পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে তিন নম্বরে। ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। নেট রান রেট +০.৮৪৪। লখনউ সুপার জায়ান্টস রয়েছে চার নম্বরে। ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদেরও পয়েন্ট ৮। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে রাজস্থানের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন রাহুলরা। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে মহম্মদ সিরাজ, তালিকায় প্রথম পাঁচে আর কে কে?

Continues below advertisement
Sponsored Links by Taboola