কলকাতা: একঝলকে রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ খবর।
অমানবিক ঘটনা:
জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের মতো ফের অমানবিক ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুর। বেসরকারি অ্যামবুল্যান্সের দাবি মতো টাকার জোগাড় করতে না পেরে, মৃত সন্তানকে ব্যাগে ভরে বাড়ি ফিরলেন কালিয়াগঞ্জের বাসিন্দা। অমানবিক এই ঘটনা প্রত্যাশিত নয় বলে কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। ঘটনা প্রকাশ্যে আসার পর 'এগিয়ে বাংলা' মডেলকে বিঁধল বিজেপি।
সরকারি নথিতে মৃত, মিলছে না ভাতা:
তিনি আছেন। ঘুরছেন, ঘুমোচ্ছেন, কাজ করছেন... আবার প্রসাশনের কাছে গিয়ে আবেদনও করছেন। কিন্তু কলমের খোঁচায় সরকারি নথিতে তিনি মৃত! অবিলম্বে তাঁকে বাঁচিয়ে তোলা হোক, এবং ফের চালু হোক বার্ধক্যভাতা। এই দাবিতে সরব দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলা গ্রাম পঞ্চায়েতে এলাকার বৃদ্ধ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
অভিষেকের হুঁশিয়ারি:
'মানুষ চেয়ার পেতে বসে আছে যাতে তৃণমূল কংগ্রেস এসে বসে, আমাদের কয়েকজন নেতার দুর্ব্যবহারের জন্য কিছু লোক তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছে, পঞ্চায়েত প্রধান মানুষের সঙ্গে দেখা করবেন না, ত্রিপলের জন্য ১০ বার ফোন করবে, আপনি কে কেউকেটা? আপনার অধিকার নেই পঞ্চায়েত প্রধানের পদে থাকার, দল ছেড়ে বেরিয়ে যান, আগের মুখ্যমন্ত্রীরা এইভাবে মানুষের কাছে কেউ গিয়েছিল?', বর্ধমান শহরের রায়ানের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাস থেকে তোলাবাজি:
বাসস্ট্যান্ডে ঢুকলেই এগিয়ে এসে হাত পাতেন এক ব্যক্তি। তাঁর হাতে দাবিমতো টাকা তুলে দিতেই হয় বাসচালক অথবা বাসের খালাসিকে। এমনটাই নাকি নিয়ম হয়ে গিয়েছে হুগলির আরামবাগ মহকুমায়। বাসমালিকদের অভিযোগ, কার্যত লাগামছাড়া ভাবে বাস থেকে তোলাবাজি করা হচ্ছে ওই এলাকায়। আর গোটা ঘটনায় বাসমালিকদের অভিযোগের তির তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর দিকে। বাস মালিকদের অভিযোগ, আইএনটিটিইউসির জেলা সভাপতিকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি। হুগলির আরামবাগ মহকুমাজুড়ে বিভিন্ন বাসস্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। তোলাবাজির অভিযোগ মানতে চাননি INTTUC-র রাজ্য সভাপতি।
নির্দেশনামাতেও উল্লেখ:
২০১৬-র প্রাথমিকে নিয়োগে (Primary Recruitment), অ্য়াপ্টিটিউড টেস্ট (Aptitute Test) নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Gangapadhyay) নির্দেশনামাতেও বিষয়টি উঠে এসেছে। নিয়মভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ৩০ জন ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। নির্দেশনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁদের মধ্য়ে কেউ বলেছেন, অ্য়াপ্টিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছে, অ্য়াপ্টিটিউড টেস্ট কী, তাই জানেন না।
টাকা আত্মসাতের অভিযোগ:
বাঁকুড়ার বিষ্ণুপুরে স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই চাপের মুখে টাকা ফেরত দেন ওই ব্যাঙ্ক কর্মী। স্বনির্ভর গোষ্ঠীর তরফে ওই কর্মীর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে
তৃণমূলে ভাঙন:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে বাঁকুড়ার ছাতনায় তৃণমূলে ভাঙন। অঞ্চল সহ সভাপতি-সহ শাসকদলের ৫০ জন নেতা, কর্মী সপরিবারে নাম লেখালেন কংগ্রেসে। অন্যদিকে, ছাতনার তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিল ৭-৮টি পরিবার।
বিচ্ছেদের পরে স্ত্রীকে গুলি:
৩ মাস আগে বিচ্ছেদ, তারপরও প্রাক্তন স্ত্রীর ওপর আক্রোশ। ৩ বছরের শিশু কোলে থাকা অবস্থাতেই মহিলাকে গুলি করার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন মহিলা। অভিযোগ, গতকাল রাতে সেখানে হাজির হয়ে প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান রবিউল সর্দার নামে ওই ব্যক্তি। মহিলার ডানহাতের কব্জিতে গুলি লাগে। বর্তমানে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে।অভিযুক্ত পলাতক।
মুখ্যমন্ত্রীর চেয়ারে কে?
কর্ণাটকে মুখ্যমন্ত্রীর (CM) চেয়ারে বসবেন কে? প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া? প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার? নাকি অন্য কেউ? চূড়ান্ত করবেন কংগ্রেস সভাপতি। ব্যাঙ্গালোরের বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৩ জন পর্যবেক্ষক। শেষে যেন মধ্যপ্রদেশ না হয়ে যায়, কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
জ্বালানিতে হেরফের:
আজ দেশের ৪ অন্যতম বড় শহরগুলিতে পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price Price) দাম অপরিবর্তিত থাকলেও, একাধিক শহরে জ্বালানির দরে হেরফের এসেছে। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি, এদিন জ্বালানির গ্রাফে (Petrol and Diesel Price Graph) বদল ধরা পড়ল অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়,আমেদাবাদ, আসাম, বিহারসহ একাধিক রাজ্যে। মাসের শেষে জ্বালানির দরে স্বস্তি কোন শহরে ? আজ কলকাতা-সহ সারা দেশে পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price) দাম কী ? চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম