কলকাতা: আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে...
চোখের বদলে শান্তির বার্তা
এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা দিলেন পটাশপুরের বিজেপি কর্মী। চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষকৃতীরা। ভোট হোক শান্তিতে, আবেদন পটাশপুরের আক্রান্ত বিজেপি কর্মীর। রবিবার পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী অলক ভুঁইয়া। রড নিয়ে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বিজেপি কর্মী। ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না, জানিয়েছেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসকরা।
আবহাওয়ার খবর
সকাল থেকে মেঘলা আকাশ। দিনভর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। জারি হয়েছে কমলা সতর্কতা। অতি বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষ নদীর জলস্তর বেড়েছে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
কেমন আছেন মমতা?
উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে কপ্টার-দুর্বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লাগে। এসএসকেএম সূত্রে খবর, আজও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন চিকিৎসকরা। ফিজিওথেরাপি হবে এবং তা বাড়িতেই হবে বলে এখনও পর্যন্ত খবর। ফিজিওথেরাপির পাশাপাশি, ওষুধে কতটা উন্নতি হল, তাও খতিয়ে দেখবেন এসএসকেএমের চিকিৎসকরা। পরিস্থিতি বিচার করে মুখ্যমন্ত্রীর চিকিৎসার ব্যাপারে আগামীকাল ফের সিদ্ধান্ত নেওয়া হবে বলে এসএসকেএম সূত্রে খবর।
পুরোনো মামলায় গ্রেফতার বিজেপি কর্মী
পঞ্চায়েত ভোটের মুখে দলবদলের পরই, কোচবিহারের দিনহাটায় ৪ বছরের পুরনো মামলায় গ্রেফতার হলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী। গতকালই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। দল টিকিট না দেওয়ায়, ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন জেলা পরিষদ সদস্য তরণীকান্ত বর্মন। গতকাল তাঁকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, ২০১৯ সালে খুনের চেষ্টার মামলায় এই গ্রেফতারি। গতকাল থানায় যান কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় ও তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। বিজেপির দাবি, হারবে বুঝেই উদয়ন গুহর ষড়যন্ত্রে গ্রেফতার হয়েছেন তাদের প্রার্থী। তৃণমূলের দাবি, আইন মেনেই গ্রেফতার, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
দিলীপের আক্রমণ
বিডিও অফিসগুলো এখন দুর্নীতির আখড়া। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। বাধ্য হয়ে বা ভাল সাজার জন্য বিডিও-রা অনৈতিকভাবে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। ভাঙড়, উলুবেড়িয়ার বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
তৃণমূলকে 'জোর' কটাক্ষ
তৃণমূলের ভোট করিয়ে জেতার জোর নেই। তাই নতুন-পুরনো মামলায় বিরোধী প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। বিনা কারণে পুলিশ পাঠানো হচ্ছে বাড়িতে। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। কোচবিহারে বিজেপির জেলা পরিষদ প্রার্থী গ্রেফতার হওয়ায় তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।
শুভেন্দুর পদযাত্রা
পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি দিয়ে শুরু। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড় থেকে পদযাত্রায়। অংশ নেবেন বিরোধী দলনেতা। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর। পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নিজের গড়ে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে এদিন ২টি জনসভা করবেন শুভেন্দু। প্রথমটি বয়ালের
৩ খণ্ড জালপাইয়ে। শুভেন্দুর দ্বিতীয় জনসভা নন্দীগ্রামের আমদাবাদ হাইস্কুল মাঠে। এই আমদাবাদ তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
ত্রিপুরায় রথে দুর্ঘটনা
ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাতজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও কয়েকজন। ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা।
কাজলের 'বাহিনী' হুঁশিয়ারি
কেন্দ্রীয় বাহিনী আসবে, দু'দিন পরে চলে যাবে। তারপর কিন্তু আমরাই থাকব। কথাটা মাথায় রাখবেন। লালমাটির জেলায় এবার হুমকির সুর, নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা কাজল শেখের! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল নেতার হুমকি নিয়ে জবাব দিতে দেরি করেনি বিজেপি।