রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের
রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ। এ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এখনও পর্যন্ত নির্দেশনামার বিশদ নথি আসেনি। তবে বিচারপতি জানিয়েছেন, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে। 


'মিথ্যা মামলা দিয়েছে সিবিআই', বললেন অনুব্রত
রুপাচারকাণ্ডে সিবিআই-এর দায়ের করা মামলাকে 'ফলস কেস' বললেন অনুব্রত মণ্ডল । জামিন দেওয়ার জন্য বিচারকের কাছে আর্জি বীরভূমের তৃণমূলের সভাপতির। বললেন, "শরীর ভাল নেই। আসানসোলে ফিরিয়ে দিন আমাকে।" ভার্চুয়াল শুনানি চলাকালীন দিল্লিতে বিচারকের কাছে আর্জি অনুব্রতর।


সুকন্যা বিরুদ্ধে কেষ্ট-ঘনিষ্ঠের বয়ানই কি অস্ত্র ইডির?
গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে আজ রাউস অ্যাভিনিউ কোর্টে ইডি-র হাতিয়ার হতে চলেছে তাঁর ও তাঁর বাবার ঘনিষ্ঠদের বয়ানই। ইডি-র দাবি, আর্থিক লেনদেন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন সুকন্যা। শুধু তাই নয়। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীদের দাবি মানলে, আর্থিক লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন অনুব্রত-কন্যা।

কালিয়াগঞ্জে নাবালিকা খুনে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
কালিয়াগঞ্জে (Kaliyaganj News) নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ময়নাতদন্তের ভিডিও এবং ফুটেজ সংরক্ষণের নির্দেশ। এফআইআর ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশ। 


গ্রেফতারি তালিকা দীর্ঘ হবে, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
গরুপাচার মামলায় আট মাস আগে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল । এ বার গ্রেফতার হলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। পেশায় শিক্ষিকা হয়ে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি হল কী করে, উঠছে প্রশ্ন। সুকন্যা তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন বলেও উঠছে অভিযোগ। সেই আবহেই সুকন্যার গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তালিকা ক্রমশ দীর্ঘ হবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।


আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়...
'ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে। এটা ঠিক করুন', জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুুয়ারের মঞ্চ থেকে বার্তা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে কড়া বার্তা, 'মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, তাঁর পিছনে দল থাকবে। সর্বশক্তি দিয়ে তাঁকে জেতাবে।' অভিষেকের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি যাতে আগামী পাঁচ বছর মাথা নিচু করে কাজ করেন সেটি নিশ্চিত করতেই তিনি এসেছেন। এটিই তৃণমূলের 'নবজোয়ার'।


কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার


নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন। বছর তেত্রিশের মৃত্যুঞ্জয়ের বাড়ি রাধিকাপুরের চাটগাঁ এলাকায়। গতকাল রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে। মৃত মৃত্য়ুঞ্জয় বর্মনকে বিজেপি কর্মী বলে দাবি করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তাঁর অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ কালিয়াগঞ্জ থানার পুলিশ ধরপাকড় শুরু করে। বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করায়, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বছর তেত্রিশের মৃত্যুঞ্জয়ের বাড়ি রাধিকাপুরের চাটগাঁ এলাকায়। 


মমতার ভূমিকা সম্রাট নিরোর মতো, দাবি শুভেন্দুর


কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর। নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। তাঁর বক্তব্য, 'পুলিশ নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করেছে। গতকাল মধ্যরাতে মমতার ট্রিগার হ্যাপি পুলিশ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে হানা দেয়। কিন্তু বিষ্ণু বর্মনকে তাঁরা পায়নি। মৃত্যুঞ্জয় বর্মন নামে ৩৩ বছরের যুবককে নৃশংস ভাবে খুন করে পুলিশ। এটা অত্যাচার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম নিদর্শন। রাজ্য জ্বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো ভূমিকা পালন করছেন। গতকালই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁর নির্দেশ পালন করেছে'।