সায়নীকে ইডির তলব
ফের একবার দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নোটিস পাঠাল ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ TMCP-র
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Uttarbanga University) রাজ্যপাল ঢোকার মুখে তুমুল বিক্ষোভ টিএমসিপির (TMCP)। ফের রাজ্যপালকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। রাজ্যপাল নিয়োজিত ১৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠক করবেন আনন্দ বোস। বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের। রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই উত্তরবঙ্গে ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠকে বসেন সিভি আনন্দ বোসে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। সূত্রের খবর, রাজ্যপালের ডাকা বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত রয়েছেন। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের গাড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে পৌঁছতেই টিএমসিপি ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সিভি আন্দ বোসকে কালো পতাকাও দেখান তাঁরা।
কোথায় কোন বাহিনীর কত জওয়ান, কমিশনকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
১১ জেলায় পাঠানো হচ্ছে সিআরপিএফ, ৬ জেলায় আসছে সিআইএসএফ, ৯ জেলায় আসছে বিএসএফ। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় সিআরপিএফ পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগেই এসেছিল। ইতিমধ্যে বিভিন্ন জেলায় রুট মার্চ করতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠিতে কিছুই লেখেনি অমিত শাহের মন্ত্রক। কলকাতা হাইকোর্টের নির্দেশে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে শুরুতে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামে। বাকি ছিল ৮০০ কোম্পানি। এবার আসছে ৩১৫ কোম্পানি। বাকি থাকল ৪৮৫ কোম্পানি। পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। বাকি আর ১০দিন। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতার এখনও শেষ নেই।
আদালতে ধাক্কা রাজ্যের
১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের (Governor) সিদ্ধান্ত বৈধ। জানাল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল। এই অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে বেআইনি ও নিয়মবিরুদ্ধ বলে বিবৃতি দেয় শিক্ষা দফতর। এমনকি আচার্য তথা রাজ্যপাল নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন এবং ভাতাও বন্ধ করার সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে রাজ্যপাল-নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন ও ভাতা চালু করতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
পটাশপুরে শুভেন্দুর সভা
পটাশপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী । বললেন , 'মানুষ এখন আর তৃণমূলের সঙ্গে নেই'
'দলদাসে পরিণত হয়েছে পুলিশ। তৃণমূলকে জেতানোর ঠেকা নিয়েছে পুলিশ। তৃণমূল আমলে রাজ্যের ঋণের বোঝা বেড়েছে। রাজ্যে শিল্প নেই, একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। মমতার আমলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বে়ড়েছে। পাবলিক সার্ভিস কমিশন তুলে দিয়েছেন মমতা। এসএসসি ও পিএসসিতে নিয়োগ হচ্ছে না। সর্বত্র দোকান খুলে চাকরি বিক্রি। বাংলায় চাকরি চুরি করেছে তৃণমূল। বিজেপির অঙ্গীকার চোরমুক্ত পঞ্চায়েত। এবার বিজেপির ডু অর ডাই লড়াই'