‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা শুরু আজ


আজ থেকে শুরু হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। গতকালই কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হবে জনসংযোগ যাত্রা।


দিলীপের কটাক্ষ


'মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের। 


তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান। তাঁবুতেই রাত কাটাচ্ছেন অভিষেক। পাশে দাঁড় করানো শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারাভান। সেখানে বসার জায়গা ছাড়াও রয়েছে রান্নার ব্যবস্থা ও শৌচাগার। 


সাক্ষাৎকারে হলফনামা তলব


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে, সর্বোচ্চ আদালতে ওঠে, এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ। এনিয়ে বৃহস্পতিবারের মধ্য়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।


অয়নের ১৬ ফ্ল্য়াট?


নামে-বেনামে অয়নের আরও ৮টি ফ্ল্যাটের হদিশ! সব মিলিয়ে ফ্ল্যাটের সংখ্যা ১৬! নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল, দাবি ইডি সূত্রে। বিপুল সম্পত্তির হদিশ পেতে এবার অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ।


অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা


নিয়োগ দুর্নীতি মামলায় এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা হল কলকাতা হাইকোর্টে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে CBI তদন্তের দাবিতে মামলা করেছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হবে। আদালতের উপর আস্থা আছে। বললেন অপরূপা।


মমতার জোট-বার্তা


২৪-এর আগে ফের বিরোধী-ঐক্যের চেষ্টা। ইগো ছেড়ে সবাইকে একজোট হতে হবে।নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকে বার্তা মমতার। কাল্পনিক জোট, কটাক্ষ শুভেন্দুর।


এক পোর্টালেই স্নাতকে ভর্তি


অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া। এক পোর্টালেই করা যাবে আবেদন ও ভর্তি। কলেজে নয়, ফি জমা দিতে হবে সংসদের অ্যাকাউন্টে।


কপাট খুলল কেদারনাথের


তুষারপাতের মধ্যেই কপাট খুলল কেদারনাথের। ডোলিতে চড়ে গতকালই কেদারনাথ পৌঁছে গেছেন মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার। শনিবারই চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের প্রথম দলটি হরিদ্বার থেকে রওনা দিয়েছে। তবে বাদ সাধছে আবহাওয়া। আগামী ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন।


ইস্টবেঙ্গলে আসছেন সলমন


কলকাতায় আসছেন সলমন খান। ১৩ মে যোগ দেবেন ইস্টবেঙ্গলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে। থাকবেন সোনাক্ষী, জ্যাকলিন, প্রভু দেবা। আজ থেকেই মিলবে টিকিট।