কলকাতা: রবিবার রাজ্যের কোথায় কী ঘটনা? কোন খবর নিয়ে দেশ তোলপাড়? রইল এক ঝলকে
আঘাত হানছে মোকা:
ঘূর্ণিঝড় ‘মোকা’র ল্যান্ডফল শুরু। মায়ানমারের সিতওয়ে বন্দরে সুপার সাইক্লোনের দাপট। বাংলাদেশের কক্সবাজারে উত্তাল সমুদ্র। খালি করে দেওয়া হয়েছে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলবর্তী এলাকা।
কক্সবাজার, মহেশখালি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপে জারি সতর্কতা। চট্টগ্রামের বন্দরের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। মায়ানমারেও রাখাইন উপকূল এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদের।
বাংলায় মোকার প্রভাব:
বাংলায় সরাসরি মোকার কোনও প্রভাব পড়ার পূর্বাভাস নেই। তবে পরোক্ষ প্রভাব পড়বে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায়। আজ আকাশ মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। উপকূল এলাকায় নজরদারি চলেছে। মোকার ল্যান্ডফল হওয়ার পরে আর কোনও প্রভাব পড়ে কিনা তার দিকে নজর রয়েছে প্রশাসনের।
মর্মান্তিক মৃত্যু বীরভূমে, ক্ষোভের মুখে পুলিশ:
বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া গ্রামবাসীদের। গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন ২ জন। ঝুলে থাকা তারে মেশিনের একাংশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ , অভিযোগ গ্রামবাসীদের।
জামালপুরে তৃণমূলের কর্মসূচিতে উত্তেজনা:
কাউকে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বালি খাদান মালিকদের নেতা সাজিয়েও চলেছে ভোট লুঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে পূর্ব বর্ধমানের জামালপুরে এই অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। গতকাল জামালপুরে ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্যে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত স্তরের নেতা-নেত্রীদের ভোটই দিতে দেননি ব্লক সভাপতির অনুগামীরা। যদিও গোটা ভোট প্রক্রিয়া দলের নির্দেশে, নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি।
কর্নাটকের কুর্সিতে কে?
কুর্সি একটাই। দৌড়ে দু’জন। কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার নাকি, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া? গতকাল কর্ণাটকে কংগ্রেসের বিপুল ভোটে জয়ের পর, মুখ্যমন্ত্রী পদে চেয়ে শিবকুমার, সিদ্দারামাইয়া - দু’জনের বাড়ির সামনেই পড়েছে পোস্টার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন সিদ্দারামাইয়া। অন্যদিকে, শিবকুমারের পক্ষে ৫০ জনেরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে। আজ সন্ধেয় ব্যাঙ্গালোরে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক। তার আগে দিল্লি যাচ্ছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সনিয়া ও রাহুলের সঙ্গে তাঁর দেখা করার কথা।
আরও পড়ুন: আমেরিকার মাটি থেকে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে! কীভাবে? মাতৃদিবসের গোড়ার কথা