কলকাতা: সোমবার দুপুর পর্যন্ত রাজ্যের কোথায় কী ঘটল? এক ঝলকে দেখে নিন বাছাই ৫টি খবর।

Continues below advertisement

ডিভিশন বেঞ্চে পর্ষদ:৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলার অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।কালই শুনানির আবেদন জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছে ডিভিশন বেঞ্চের। তাঁদের বক্তব্য না শুনে কীভাবে এই নির্দেশ দেওয়া হল? প্রশ্ন তুলে মামলা চাকরিহারাদের।এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ:আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিন পরে ফলপ্রকাশ। দুপুর ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট।

Continues below advertisement

অনুব্রত-সুকন্যা দেখা:তিহাড় জেলে দ্বিতীয়বার দেখা হল বাবা-মেয়ের। সূত্রের খবর,শনিবার আধঘণ্টা দেখা করেন অনুব্রত ও সুকন্যা। মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। মেয়েকে বলেন, দিল্লিতে আসা উচিত হয়নি। সুকন্যা জবাবে দেন, বারবার নোটিস পেয়ে আসতে বাধ্য হন। মেয়েকে চিন্তা করতে বারণ করেন অনুব্রত। সুকন্যা বাবাকে বলেন, বারবার কথা বলতে চেয়েছিলাম। এমনকি হেফাজতে নেওয়ার পরেও কথা বলতে দেওয়া হয়নি বলে দাবি করেন সুকন্যা। 

কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্স কাণ্ডে রিপোর্ট তলব:মেলেনি অ্যাম্বুল্যান্স, ব্যাগে সন্তানের দেহ নিয়ে ২০০ কিমি পাড়ি বাবার!উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতরের। সিএমওএইচের রিপোর্ট তলব। অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকা ছিল না, ৫ মাসের শিশুর মৃতদেহ ব্যাগে নিয়ে ২০০ কিলোমিটার পাড়ি দিলেন বাবা। এমন ছবি কালিয়াগঞ্জের। মৃত শিশুর বাবা দাবি, 'অভাবের সংসার, অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আবেদন করা সত্ত্বেও মেলেনি অ্যাম্বুল্যান্স।' ১০২ নম্বরে ডায়াল করেও সাহায্য মেলেনি বলে দাবি মৃত শিশুর বাবার।

মদন উবাচ:এজেন্সি তৎপরতা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বরানগরে কর্মী সম্মেলনের মঞ্চে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'আজ-কালের মধ্যে বরানগর-কামারহাটির পাড়ায় পাড়ায় ঢুকবে কেন্দ্রীয় এজেন্সি। বাংলায় অত্যাচার বাড়বে। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। ঘাবড়াবার কিছু নেই, মাথা তুলে থাকবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা লড়ে নেব।'

আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম