শততম 'মন কি বাত'


"মানুষই আমার কাছে ইশ্বর", শততম মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্রর মোদি। শুধু নন্দীগ্রামেই 'মন কি বাত' শুনেছেন ১০ হাজার মানুষ, দাবি শুভেন্দু অধিকারীর। পাল্টা মোদিকে প্রশ্ন ছুড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মোদির উদ্দেশে দুই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। মহুয়ার প্রশ্ন, 'সম্মানীয় মোদিজি, আজ 'মন কি বাত'-এর শততম পর্ব।  রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও সরাসরি সম্প্রচারিত হবে। আমাদের দয়া করে জানান, ১) বিজেপি-র শিকারিদের হাত থেকে কেন ভারতের ক্রীড়াবিদ মেয়েদের রক্ষা করা যাবে না? ২) সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কেন আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করতে পারবে না সেবি?' 


২৪০ আসনের লক্ষ্যমাত্রা অভিষেকের


নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারে নাম জড়িয়েছে দলের নেতাদের। বিরোধীদের শূলে লাগাতার বিদ্ধ হচ্ছে তৃণমূল। তার আগে জনসংযোগে বেরিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচন নয়, সটান ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। তাঁর ঘোষণা, ২০২৬ সালে বাংলায় ২৪০টি আসন পাবে তৃণমূল। সিবিআই-ইডি দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ হবে না বলে জানালেন অভিষেক।


আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা


আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। আজ ও কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এটি
বিহার ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাওয়ায়, দুই পড়শি রাজ্য থেকে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলেই রাজ্যে এই হাওয়া বদল। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তারপর ফের মুড বদলাবে আবহাওয়া। 


তিহাড়েই অনুব্রত-কন্যা


গরুপাচার মামলায় দিল্লির তিহাড় জেলেই ঠাঁই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। মহিলা কুঠুরিতে রাখা হবে তাঁকে। সঙ্গে দু'টি বই বিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন সুকন্যা। ফোনে কথা বলতে চেয়েছেন অসুস্থ বান্ধবী এবং জেলবন্দি বাবার সঙ্গে। গরুপাচার মামলায় ১২দিনের জেল হেফাজতের নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউয়ের। জামিনের আবেদন জানাননি সুকন্যা।


প্রবীরকে  CBI তলব


নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে প্রবীর কয়াল। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক তিনি। সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে। প্রবীররে অ্যাকাউন্টে দুই মাসে ২ কোটি টাকা ঢুকেছিল বলে দাবি সিবিআই সূত্রে। তাপসই চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা করিয়েছিলেন বলে দাবি প্রবীরের।


পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর দাবি


নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। বিগত কয়েক মাস ধরে বন্দি রয়েছেন জেলে। সেই অবস্থায় বিধায়ক পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি উঠছে। সেই দাবি নিয়েই পার্থর নির্বাচনী কেন্দ্র বেহালার বড়িশায় গণভোট করাল বাম যুব সংগঠন। জেলবন্দি পার্থর বিপক্ষে ভোট পড়েছে ৪৩১টি। সপক্ষে ভোট পড়েছে মাত্র ২৫টি। ৬টি ভোট বাতিল হয়েছে।

সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের


নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রদেশ কংগ্রেস। অথচ দলের জাতীয় স্তরের নেতা মামলা লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ে কড়া পদক্ষেপ করলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। অভিষেক মনু সিঙ্ঘভিকে কড়া ভাষায় চিঠি লিখেছেন তিনি। অভিষেকের হয়ে মামলা লড়ে তিনি প্রদেশ কংগ্রেসকে লজ্জায় ফেলে দিয়েছেন বলে জানালেন। সেই সঙ্গে দলের প্রতি দায়বদ্ধতাও স্মরণ করিয়ে দিলেন।


অভিষেকের সভায় আমন্ত্রিত নন আব্দুল করিম!


চোপড়ার পর ইসলামপুরে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই ফুঁসে উঠলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। 
অভিষেকের সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি আব্দুল করিমের। অভিষেক এসে নিয়ে গেলে তবেই যাবেন সভায়, জানালেন তিনি। 
বিধায়ক না গেলে অভিষেকের সভায় যাবেন না বলে জানিয়েছেন আব্দুল করিমের অনুগামীরাও।


'দুয়ারে সরকার' নিয়েও দ্বন্দ্ব!


দুয়ারে সরকার ক্যাম্পের ডিম-ভাতের বিল নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব। উপপ্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তুলে পদত্যাগ করলেন প্রধান। বর্ধমান ২ নম্বর ব্লকের কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের প্রধানের অভিযোগ, দুয়ারে সরকার ক্যাম্পে ২০০ জনের পরিবর্তে ২৮০ জনের খাওয়ার বিল দেওয়ার পাশাপাশি, ডিম-ভাতের প্লেটপিছু দাম ধরা হয় ৬৫ টাকা। বিলে অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলে টাকা দিতে না চাওয়ায় উপপ্রধান ও তাঁর অনুগামীরা তাঁকে গালি দেন বলে প্রধানের অভিযোগ। খাওয়া-খরচ বাড়িয়ে দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। প্রধান ইস্তফাপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস বিডিও-র। 


আদানি তদন্তে আরও সময় চাইল সেবি


শেয়ার বাজারে কারচুপি, জালিয়াতির অভিযোগ। অভিযোগ রয়েছে কোটি কোটি টাকার দুর্নীতির। গৌতম আদানি এবং তাঁর সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে অতিরিক্ত সময় চাইল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। শেয়ার বাজারে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে আরও ছ'মাস বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল তারা। শনিবার শীর্ষ আদালতে সেই মতো আর্জি জানানো হয়েছে সেবি-র তরফে।