কলকাতা: রবিবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর-  


শুভেন্দু অধিকারীর সভায় 'না' 


আজ পটাশপুরে শুভেন্দুর সভা ও মিছিলের অনুমতি দিল না পুলিশ। রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগে শুভেন্দুর সভা ও মিছিলের অনুমতি দিল না পুলিশ। ‘শেষ মুহূর্তে সভার অনুমতি চাওয়া হয়। আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় অনুমতি দেওয়া হয়নি’, দাবি পটাশপুর থানার। পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচিতে অনড় বিজেপি। 


ঘূর্ণিঝড় 'মোকা'র ভ্রুকুটি


গত কয়েক বছরে মে মাসে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এবার ধেয়ে আসছে মোকা। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাল সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এদিকে আশঙ্কায় বুক কাঁপছে সুন্দরবন এলাকার বাসিন্দাদের। আগাম সতর্ক দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কাল থেকে জেলার ৫টি মহকুমাতে খোলা হবে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। সেখানে সারাক্ষণই থাকবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সেচ ও বিদ্যুৎ দফতরের কর্মীদের আগামী একসপ্তাহ ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয়স্থল হিসেবে স্কুলগুলিতে প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি, সেচ দফতরের আধিকারিকদের নিয়ে দুর্বল বাঁধ পরিদর্শন করছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা।


অভিষেকের '৪০' টার্গেট


অমিত শাহর '৩৫'-এর পাল্টা অভিষেকের '৪০'। লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলায় এসে লোকসভা ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। গতকাল ভগবানগোলায় ৪০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করলেন অভিষেক। 'তৃণমূলের যদি ৩৫-৩৬ জন সাংসদ থাকতেন, এদের টাকা আটকে রাখার ক্ষমতা হত না। পেট্রোলের দাম আরও ১০টাকা কমত, রান্নার গ্যাসের দাম কমত ৩০০ টাকা। ভোট ভাগাভাগির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। একটি আসন কম পেলে তৃণমূলের কিছু যায় আসে না। একটি আসন তৃণমূল জিতলে আপনার অধিকারের টাকা পাবেন। আগামীদিন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে।' ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ফের বাঁশপেটা করার হুমকি


পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ফের বাঁশপেটা করার হুমকি। 'ভোট লুঠের চেষ্টা করলে ভাল করে ট্রিটমেন্ট করবেন, যেন হাসপাতাল হয়ে বাড়ি যায়। হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না', হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের


পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন 


পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন। সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তৃণমূলে নাম লেখালেন নৌশাদ সিদ্দিকির দলের শতাধিক কর্মী, সমর্থক। দলত্যাগীদের বেশিরভাগই ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের শরিক ছিলেন। দলত্যাগ নিয়ে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, দুর্নীতির অভিযোগে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলে যোগদানকারীদের। অন্যদিকে, আইএসএফে ভাঙন ধরানোর পর, নৌশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তৃণমূল নাটক করছে বলে পাল্টা কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 


 


আরও পড়ুন, অভাব অনটন কিছুতেই পিছু ছাড়ছে না? বাড়িতে তুলসী রাখুন এই নিয়ম মেনে