নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক (Controversy)। এবার সেই ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও (Kangana Ranaut)। পরিচালকের পক্ষে দিলেন যুক্তি। কী বললেন তিনি?
'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গে কঙ্গনা রানাউত
৫ মে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা গেছে আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি ও সোনিয়া বালানিকে। ছবির ট্রেলার মুক্তির পরই বিশাল বিতর্কের ঝড় ওঠে। তর্কাতর্কি এমনই চরমে পৌঁছয় যে একাধিক নামী রাজনীতিক এই ছবি নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানান। তবে এই সমস্ত বিতর্কের মাঝেও সিনেমার পাশে দাঁড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সম্প্রতি এবিপি নেটওয়ার্ক আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে তাঁকে এই ছবি ও তা ঘিরে বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। কঙ্গনা তাঁর উত্তরে বেশ স্পষ্ট করে বুঝিয়ে দেন যে সিনেমার প্রতিপক্ষ কোনও ধর্মীয় সম্প্রদায়ের নয় বরং একটি চরমপন্থী গোষ্ঠী।
অভিনেত্রীর কথায়, 'দেখুন, আমি সিনেমাটি দেখিনি কিন্তু অনেকেই এই ছবিটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আমি আজ পড়লাম, ভুল হলে শুধরে দেবেন, হাইকোর্ট বলেছে যে সিনেমাটিকে নিষিদ্ধ করা যাবে না। আমার মনে হয় সিনেমাটি আইসিস ছাড়া আর কাউকে খারাপ হিসেবে দেখাচ্ছে না, তাই না?'
তিনি আরও বলেন, 'যদি হাইকোর্ট, দেশের সবচেয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান একথা বলে, তাহলে তারা অবশ্যই সঠিক। ISIS একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্যাপারটা তো এমন না যে আমি ওদের সন্ত্রাসবাদী বলছি, আমাদের দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকী বাকি দেশও ওদের তাইই বলে।' তাঁর কথায়, 'আমি সেই সকল মানুষের কথা বলছি যাঁদের মনে হচ্ছে এই ছবি ISIS নয়, তাঁদের আক্রমণ করছে। যদি আপনার মনে হয় এটা আপনাকে আক্রমণ করছে তাহলে আপনি সন্ত্রাসবাদী। আমি কিছু বলছি না ভাই, এটা সহজ অঙ্ক।'
এরপর কঙ্গনা আরও বলেন, 'যদি আপনার এমন মনে হয় যে ওরা সন্ত্রাসবাদী সংগঠন নয়, তাহলে বলাই বাহুল্য যে আপনি নিজেও সন্ত্রাসবাদীই। যদি আপনার মনে হয় একটা সন্ত্রাসবাদী সংগঠন, সন্ত্রাসবাদী নয়, আর ওদের আইনত, নৈতিকভাবে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনার মনে হয় না ওরা সন্ত্রাসবাদী, তাহলে সিনেমার থেকেও বড় সমস্যা আপনি, আপনার ভাবা উচিত যে জীবনের কোন স্থানে আপনি অবস্থান করছেন।'
আরও পড়ুন: Blackheads: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?
'দ্য কেরালা স্টোরি' হল কেরলের বেশ কয়েকজন নারীকে নিয়ে তৈরি সিনেমা যাঁদের ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় এবং জঙ্গি ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS)-এর দলে যোগ দেওনা হয়।