কলকাতা: সপ্তাহের শুরুতে রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর- 


'নবজোয়ার মিটলেই পঞ্চায়েত ভোট'


'নবজোয়ার মিটলেই পঞ্চায়েত ভোট', কবে ভোট, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের


কবিতায় ইঙ্গিত পার্থর?


'মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবুও গলিল না সোনা', আদালতে পেশের আগে আজ কবিতা আওড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলেন, 'অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল। অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার', আদালতে যাওয়ার পথে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায়-সহ ধৃতদের আদালতে পেশ। পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাবে সিবিআই। পার্থ-সহ ধৃতদের জামিনের বিরোধিতা করা হবে, খবর সিবিআই সূত্রে।                                                                                                                         


হাইকোর্টের অভিষেক-নির্দেশ


নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার। ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার। ‘তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কীসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার।


কনভয়কাণ্ডে সিবিআই-আর্জি শুভেন্দুর


চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ। তদন্ত সিবিআইকে দেওয়া হোক, আর্জি জানিয়ে আদালতে শুভেন্দু। কনভয়-রুটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য, অভিযোগ শুভেন্দুর।


ধেয়ে আসছে 'মোকা' 


বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মোকা-র ল্যান্ডফল বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে ১০০ কিলোমিটার।