পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: এবার এনআরএসে দালাল-চক্রের পর্দাফাঁস। দালাল সন্দেহ লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ২। টাকা নিয়ে ভর্তির র‍্যাকেট চালাত ওই ২ জন, পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম গৌতম সরকার ও বিলাস সিংহ। একজন নদিয়ার বাসিন্দা, অন্য জন নারকেলডাঙার। গত কাল এসএসকেএম, এনআরএস-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে হানা দিয়েছিল গুন্ডাদমন শাখা। 


কী জানা গেল?
গত পরশু কামারহাটির তৃণমূল বিধায়ক এসএসকেএমের 'দালাল-চক্র' নিয়ে সরব হয়েছিলেন মদন মিত্র। তার পর, গত কাল অর্থাৎ শনিবার থেকেই সক্রিয় হয় লালবাজারের গুন্ডাদমন শাখা। অভিযান চলে  এসএসকেএম, এনআরএস-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে। তার পরেই গ্রেফতার হয় ২ জন। অভিযোগ, ওই ২ ব্যক্তি দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের ভর্তি করে দেওয়ার নাম করে টাকা নিত। এমনই এক রোগী পরিজন জানালেন, বহরমপুর থেকে প্রথমে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল রোগীকে। সেখানে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছিল তাঁদের থেকে, দাবি এমনই। রোগীর আত্মীয় জানান, তাঁরা গরিব। ১৫ হাজার টাকা দেওয়ার সামর্থ্য নেই। তখন তাঁদের এনআরএসে যেতে বলা হয়। এনআরএসে আনার পরও ২ হাজার টাকা চাওয়া হয়েছিল, তার পর ভর্তি করা হয় রোগীকে। কিন্তু কী ভাবে ঘটল এমন? আপাতত সেই তদন্তেই ব্যস্ত লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকরা।


সরব মদন মিত্র...
একেবারে সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ করেন তিনি। কামারহাটির বিধায়কের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর। অভিযোগ, রমেন হালদার নামে এক রোগীকে ভর্তি করার জন্য তাঁর পরিবারের কাছে I CCU-র বেডের জন্য ৬ হাজার ও রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করে দালালরা। পাশাপাশি প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের। মদন মিত্রের বক্তব্য, 'পুলিশ ও প্রশাসনের কাছে গোটা বিষয়টা দেখতে বিধায়ক হিসেবে জানাচ্ছি। প্রয়োজন পড়লে তাঁদের পায়ে পড়ে অনুরোধ করব, যে আপনারা মানুষগুলোকে এভাবে মরতে দেবেন না।' 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ফিরলে তাঁকেও গোটা ঘটনা জানাব বলেই', সংযোজন তাঁর। কামারহাটির বিধায়কের বক্তব্য, 'মুখ্যমন্ত্রী ফিরলে চিঠি দেব। তাঁর ব্রেন চাইল্ড যা করোনার সময় হাজার হাজার মানুষকে সুস্থ করেছে, সেখানেই চলতে থাকা দালালরাজ আপনার মুখে চুন-কালি দিচ্ছে।' এর আগে হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। 


আরও পড়ুন:বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি