মোহন প্রসাদ, দার্জিলিং : পাহাড়-বিলাসী ? পুজো বা পুজোর আগেই কি প্ল্যানে দার্জিলিং (Darjeeling) ? তাহলে রইল সুখবর। প্রায় সপ্তাহদুয়েকের বিরতির পর ফের স্বমহিয়ায় টয় ট্রেন। দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি (এনজিপি) ও উল্টো দিকে টয় ট্রেন পরিষেবা (Toy Train Services Resumed) ফের চালু। মাঝে দিন ১২ বন্ধ ছিল বন্ধ ছিল এই প্রমোদ-সফর। কার্সিয়ংয়ের তিনধাররিয়ার কাছে ১৭ মাইল এলাকায় ধসের জেরে গত ১ সেপ্টেম্বর থেকে বাধ্য হয়ে স্তব্ধ ছিল টয় ট্রেনের চাকা। যার জেরে গত সোমবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ থাকার কথাই জানান হয়েছিল। নির্ধারিত সময়ে মেরামতির কাজ শেষের পর মঙ্গলবার থেকেই ফের চালু টয় ট্রেন চলাচল।


মেরামতি শেষ, ছোটা শুরু টয় ট্রেনের


ধসের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছিল টয় ট্রেনের যাত্রাপথও। তাই বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছিল ট্রেন চলাচল। তবে নির্ধারিত সময়েই শেষ হয়েছে যাবতীয় মেরামতির কাজ। যার পরই ছুটে শুরু করে টয় ট্রেন। প্রতিদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় টয় ট্রেন। আর দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) দিকে ট্রেনটি রওনা দেয় সকাল ৯ টা নাগাদ।


মুখে হাসি পর্যটকদের


করোনাকালের ধাক্কায় দীর্ঘদিন মার খেয়েছে পর্যটন শিল্প (Tourism)। সেই কঠিন সময় পেরিয়ে ফের পাহাড়মুখো অনেক পাহাড়প্রেমীই। যা মুখে হাসি ফোটাচ্ছে দার্জিলিংয়ের স্থানীয়দের। মাঝে কয়েকদিনে টয় ট্রেন বন্ধ থাকার জেরে কিছুটা চিন্তিত ছিলেন তাঁরা। কিন্তু আপাতত তা থেকে মুক্তি। পাশাপাশি দিন ১২ বন্ধ থাকার জেরে অনেক পর্যটককেই ফিরতে হয়েছিল শুকনো মুখে। কিন্তু ফের প্রমোদ ভ্রমণের সুযোগ চালু হয়ে যাওয়ায় মুখে একগাল হাসি পর্যটকদেরও (Tourists)। 


ফিরে দেখা ইতিহাস


১৮৮১ সালে দার্জিলিংয়ে পাহাড়ের গাঁ ঘেঁষে মিটারগেজ লাইনের উপর দিয়ে প্রথম চালু হয় টয় ট্রেন। সমুদ্র তল থেকে ২ হাজার ২৫৮ মিটার উঁচুতে। ২০ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর, দার্জিলিঙের টয় ট্রেনকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে The United Nations Educational, Scientific and Cultural Organization  বা UNESCO।  দার্জিলিং হিমালয়ান রেলওয়ে,  ডিএইচআর বা টয় ট্রেন ২ ফুট (৬১০মিমি) গেজ রেলপথে চলাচল করে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে। এই রেলপথে সবথেকে বড় আকর্ষণ হল পাহাড়ি পথ, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, বাতাসিয়া লুপ, কার্শিয়ং।


আরও পড়ুন- লালবাজার থেকে ছাড়া হল শুভেন্দুকে, বিরোধী দলনেতাকে গোলাপের মালা পরালেন বিজেপি কর্মীরা