কলকাতা: বেহালায় পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর জের। সকাল ৬টা থেকে শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। নির্দেশিকায় বলা হয়েছে, বন্দর এলাকা ছাড়া কলকাতার রাস্তায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি  চলাচল করবে।


নিষেধাজ্ঞা জারি কলকাতা পুলিশের: ওই নির্দেশিকায় ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডারবাহী জরুরি সামগ্রীর গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। গতকাল কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই আজ সকাল থেকে শুরু হয়েছে যান শাসন। 


একমিনিটও একজায়গায় স্থির হয়ে দাঁড়াত না ৭ বছরের ফুটফুটে ছেলেটা। সে - ই আজ চিরঘুমে। চিরঘুমে সৌরনীলের দূরন্তপনা।তার দুষ্টুমিভরা মুখ। বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশুর মৃত্য়ুর ঘটনা নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। আর প্রাণোচ্ছ্ল ছেলেটা চলে যাওয়ার পর, সতর্ক হয়েছে পুলিশ। রবিবার ছুটির দিনেও দেখা গিয়েছিল, বেহালা চৌরাস্তায় (Behala accident) কড়া পুলিশি প্রহরা। শনিবারের মতো, রবিবারও রাস্তায় বসানো হয়েছিল ব্য়ারিকেড (Kolkata accident)। আর মর্মান্তিক এই দুর্ঘটনার পর গতকাল খুলেছে বড়িশা স্কুল। 


মর্মান্তিক এই দুর্ঘটনার পরই লালবাজার নির্দেশ দিয়েছিল, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। গত সপ্তাহ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বলা হয় সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলেরবাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতেথাকবে পুলিশ। এছাড়া, লালবাজারের নির্দেশ, এবার থেকে কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে সবার প্রথমে আগে দেহ সরানোর ব্যবস্থা করতে হবে। নির্দেশে বলা হয়েছে, প্রতিটি থানায় ওসি অথবা অ্যাডিশনাল ওসি-র উপস্থিত থাকা জরুরি। কলকাতা পুলিশের সমস্ত থানা ও ব্যারাকে দিনের যে কোনও সময়, বিশেষ করে রাতে ২৫ শতাংশ বাহিনী থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বাহিনী পাঠালে পর্যাপ্ত মহিলা পুলিশ থাকা জরুরি। বাহিনীর ওপর নজরদারির দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররা। 


আরও পড়ুন: Medinipur Weather: দিনভর মেঘলা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুরে