নয়াদিল্লি: টেকদুনিয়া কাঁপাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কাজের দুনিয়ার একলাফে অনেকটাই বদলে গিয়েছে এর কারণে। পরিস্থিতির সঙ্গে তাল মেলাতেই বড়সড় সিদ্ধান্ত নিল টেক মাহিন্দ্রা (Tech Mahindra)। AI-দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আপাতত ৮০০০ কর্মীকে AI- সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। generative AI এবং Quantum Computing Solutions-এর চাহিদা মেটানোর জন্য়ই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 


বিখ্যাত টেক সংস্থাগুলি AI-এর উপর ভরসা করা শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর আরও উন্নতির জন্য বিনিয়োগ করাও শুরু করেছে টেক জায়ান্টগুলি। AI-এর দাপটে চাকরি হারানোর ভয়ও করেছেন অনেকে। বিভিন্ন জায়গায় হওয়া ছাঁটাইয়ের সঙ্গে AI-নির্ভরতা বেড়ে যাওয়ার মতো ঘটনার যোগসূত্রও টানা হয়েছে।


টেক মাহিন্দ্রার চিফ পিপল অফিসার এবং মার্কেটিং হেড Harshvendra Soin জানিয়েছেন, কোন কোন ক্ষেত্রে নজর রয়েছে এই সংস্থার। সংস্থার আরও উন্নতির জন্য ওই ক্ষেত্রগুলিতে আরও উন্নতি করতে AI-এর জোয়ারে গা ভাসাবে সংস্থা, এমনটাই স্পষ্ট করেছেন তিনি। 


কোথায় কোথায় নজর:
কৌশলগত যা পরিকল্পনা করা হয়েছে, তাতে BFSI সেক্টরে নজর দিয়েছে টেক মাহিন্দ্রা। BFSI এর অর্থাৎ ব্যাঙ্কিং (Banking), আর্থিক পরিষেবা (Financial Services), বিমাক্ষেত্র (Insurance)। এছাড়া স্বাস্থ্যক্ষেত্র, ম্যানুফ্যাকচারিং এবং রিটেইল সেক্টর বা খুচরো বিপণন-এর ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর লক্ষ্য স্থির করেছে। বিশেষ করে আমেরিকার বাজার ধরার পরিকল্পনা রয়েছে টেক মাহিন্দ্রার। এই লক্ষ্য পূরণ করতে গেলে কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং AI টুলে বিনিয়োগ দরকার। আর এর জন্য প্রয়োজন পারদর্শী কর্মী। সেই কারণেই learning and development বা AI-ট্রেনিং-এর উপর জোর দিচ্ছে টেক মাহিন্দ্রা। 


এই ট্রেনিংয়ের জন্য খরচও হচ্ছে সংস্থার। জুন কোয়ার্টারে তার প্রভাব পড়েছে সংস্থার লাভে। নেট প্রফিট ৩৮ শতাংশ কমেছে সংস্থার। টেক মাহিন্দ্রা জেনারেটিভ এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর বিপুল সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। বদলে যাওয়া কর্মক্ষেত্র এবং উন্নত প্রযুক্তি নির্ভর কর্মীসম্পদ গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। 


এর আগে AI কে দিয়ে সংস্থার CEO-এর কাজ করার ভাবনাও হয়েছে


কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোম্পানির CEO পদে বসানো যাবে AI-কে। অর্থাৎ এবার থেকে সংস্থার যাবতীয় সিদ্ধান্ত হয়ে পড়বে প্রযুক্তি নির্ভর। সম্প্রতি ব্রিটেনের হেলথটেক স্টার্টআপ হানা টেকনোলজি নিয়ে এসেছে এমনই এক AI। কোম্পানির তরফে  জানানো হয়েছে, কত্রিম ও মানবিক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই সিস্টেম। যেখানে কেবল ChatGPT-র সাহায্য় নিয়ে কাজ করবে না  সিইও। পরিবর্তে ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদমের মাধ্যমে তৈরি করা হয়েছে হাইব্রিড সিস্টেম।
IndigoVX  নামে এই নতুন প্রযুক্তি নির্ভর AI নিয়ে এসেছে হানা টেকনোলজি। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের দক্ষতার মেলবন্ধন করানো হয়েছে। কোম্পানি দাবি করেছে, এটা অনেকটা দাবা খেলার মতো। যেখানে দু-পক্ষই জেতার জন্য লক্ষ্য়মাত্রা ঠিক করবে ও নিজের সেরাটা দেবে। পরিশেষে যার সুফল পাবে সংস্থা।


আরও পড়ুন: আপনার লেখা ইংরেজি বাক্য ব্যাকরণগত ভাবে সঠিক তো? চেক করে দেবে গুগলের এআই সম্পন্ন ফিচার