হংসরাজ সিংহ, পুরুলিয়া: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (road accident) মৃত্যু তিন মোটরসাইকেল আরোহীর (motorcycle rider)। পুরুলিয়ার (purulia)নিতুরিয়া থানার নিমডাঙা গ্রামের কাছে শনিবার ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে টানা সড়ক অবরোধ (road block) গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল পুলিশবাহিনী (police)।


কী হয়েছিল?
  
মৃতদের নাম প্রকাশ বাউড়ি (৩৭), বাহাদুর মুর্মু (৩৯) এবং অজয় মুদি (৩৫)। বাড়ি নিতুরিয়া থানার বর্ষাডি ও কেলিয়া সুতা গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন প্রকাশ, বাহাদুর ও অজয় কাজ সেরে পাঞ্চেত সড়কের উপর দিয়েই নিজেদের গ্রামে ফিরছিলেন। হঠাৎ নিমডাঙা গ্রামের কাছে ওই ঘটনা। কী ঘটেছে তার খুঁটিনাটি জানার চেষ্টা করছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি,ওই তিন যুবক যে মোটরসাইকেলে আসছিলেন সেটির উপর দিয়ে একটি লরি চলে যাওয়াতেই এই মর্মান্তিক পরিণতি।


বিক্ষোভে উত্তাল...


 প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তিন জনের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে। কাজ সেরে একই বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। হঠাৎ একটি স্কুটি সামনে এসে যাওয়ায় সেটিকে বাঁচাতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যায় তাঁদের বাইক। তার পর আর ওঠার সময়টুকু মেলেনি। পিছন থেকে একটি লরি এসে ধাক্কা দেয় তাঁদের। তার চাপেই সব শেষ। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, তিন জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। 
 ঘটনার পর থেকে উত্তাল পাঞ্চেত সড়ক। উত্তেজিত জনতা ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ঘটনাস্থলে পৌঁছতে হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, এসডিপিও অজয় গণপতিকে। হাজির বিশাল পুলিশবাহিনী। দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটলেও তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলছে বলে খবর। উল্লেখ্য, এদিন সকালে পুরুলিয়াতেই অন্য একটি পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক স্কুলছাত্রীর। বরাকর রাজ্য সড়কের উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অদূরে পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম পিউ বাউরি। বাড়ি আদ্রা থানার দোলনডাঙ্গা গ্রামে।


আরও পড়ুন:লন্ডন যাওয়ার পথে কৌশিক গঙ্গোপাধ্যায়-অল্লু অর্জুন সাক্ষাৎ, ছবি পোস্ট অভিভূত পরিচালকের