রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল দুঃখে। বিয়েবাড়ি (wedding hall) থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা (fatal accident)। মৃত্যু হল ৪ জনের। কালিম্পঙের (Kalimpong) ঘটনা।
কালিম্পঙে মর্মান্তিক দুর্ঘটনা
কালিম্পঙের মংপঙে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হল। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বানারহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে শুকনো নদীখাতে পড়ে যায় গাড়িটি। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বানারহাটে বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ি শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়। ভোর পাঁচটা নাগাদ ওদলাবাড়ি থেকে কিছু দূরে রংডং এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। পরে আরও দু'জনের মৃত্যু হয় বলে খবর। গুরুতর আহত হয় গাড়িচালক সহ অন্যান্যরা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকর্মীরা। ওই গাড়ি থেকে যাত্রীদেরকে উদ্ধার করে পাঠানো হয় প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরই পরের দু'জনের মৃত্যু ঘটেছে বলে জানানো হয় চিকিৎসকদের তরফে। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
আর পড়ুন: Mimi Chakraborty: পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া, হাসপাতালে গিয়ে চক্ষু চড়কগাছ মিমির
অন্যদিকে দিন কয়েক আগে বেহালায় (Behala) মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর মেলে। মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারের সামনে আচমকা কুকুর চলে আসায় ভারসাম্য না রাখতে পেরে, উল্টে যায় স্কুটার। তখনই পিছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি পিষে দেয় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। এদিন সকালে স্বামীর স্কুটারে চেপে কাজে যাচ্ছিলেন, সিভিক ভলান্টিয়ার, বছর ৪৪-এর সীমা দাস। মৃতার স্বামী জানিয়েছেন, শকুন্তলা পার্কের কাছে, হোচিমিন সরণীর ওপর, তাঁদের স্কুটারের সামনে আচমকা একটি কুকুর চলে আসে। তিনি ভার রাখতে না পেরে, রাস্তার বাঁদিকে পড়ে যান। আর ডান দিকে ছিটকে পড়েন সীমা। তখনই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পণ্যবাহী গাড়ির চাকা মহিলার মাথার ওপর দিয়ে চলে যায়। হেলমেট পরা থাকলেও, থেঁতলে যায় মাথা। হাসপাতালে নিয়ে গেলে, সিভিক ভলান্টিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।