আবীর দত্ত, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) শিশুর মর্মান্তিক মৃত্যু। বৃহস্পতিবার সকালে উল্টোডাঙায় (Ultodanga) রেল লাইনের ধার থেকে এক শিশুর দেহ উদ্ধার হয়। রেল লাইনের পাশে রেলিংয়ে গলা আটকে মৃত্যু বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এলাকায় শোকের ছায়া। 


জন্মদিনের ঠিক দু’দিন আগেই দাঁড়ি পড়ে গেল জীবনে! মূহূর্তে আনন্দের আবহ বদলে গেল কান্নায়। বিধাননগর স্টেশনের (Bidhannagar Station) কাছে রেলিংয়ে গলা আটকে মর্মান্তিকভাবে মৃত্যু হল শিশুর! স্থানীয় সূত্রে খবর, ক্লাস ওয়ানের ছাত্র মৃত পৃথ্বীরাজ হালদার উল্টোডাঙার বাসন্তী কলোনির এলাকায় থাকত। 


ঠিক কীভাবে মৃত্যু 


পরিবারের দাবি, বুধবার বিকেলে খাওয়ার পর রেললাইনের পাশে একটি জায়গায় হাত ধুতে যায় পৃথ্বীরাজ। সেখানেই কোনওভাবে গার্ডরেলের পাশে রেলিংয়ে মাথা আটকে যায় বছর সাতেকের শিশুটির। স্থানীয় সূত্রে খবর, শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


বাড়ির ছোট্ট সদস্যের এমন আচমকা মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উল্টোডাঙা থানা।


শহরে টানা মর্মান্তিক মৃত্যু


গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা শহরের একাধিক জায়গায় বেশ কয়েকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হরিদেবপুর, নারকেলডাঙার মতো জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হয়েছে বেশ কয়েকটি তরতাজা প্রাণকে। বাতিস্তম্ভে খোলা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। যা নিয়ে রীতিমতো চড়ে রাজ্য রাজনীতির পারদ।


সপ্তাহ দুয়েক আগে অন্নপ্রাশনের (rice ceremony) দিনেই মুখে শেষ বারের মতো অন্ন তুলে মর্মান্তিক মৃত্যু হয়েছিল কোচবিহারের তুফানগঞ্জের (tufangunj) শৈলধুকরি এলাকায় ছ'মাসের (six month old) শিশুর (child)। অন্নপ্রাশনের দিন প্রসাদের টুকরো মুখে দেওয়ার পর থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে অপূর্বর। অবস্থা খারাপ হলে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা করা হয়েছিল। অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।


আরও পড়ুন- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু রাজ্যে, বাড়ি ফেরা হল না হোমগার্ডের