সুনীত হালদার, হাওড়া: সড়ক-দুর্ঘটনায় (road accident) মর্মান্তিক মৃত্যু (tragic death) এক স্কুলছাত্রীর (student)। মৃতের নাম সিদ্ধি শ্রীবাস্তব। লিলুয়ার (Liluah) কুন্দন লেনের ঘটনা। পঞ্চম শ্রেণির ওই স্কুলপড়ুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ নেমে আসে।


কী ঘটেছে?
প্রাথমিক ভাবে খবর, বছর দশেকের সিদ্ধি এদিন পুলকার থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিল। আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানালেন, বাড়ির সামনে সরু গলিতে একটি ম্যাটাডোর ধাক্কা মারে ছাত্রীকে। ঘটনাস্থলেই সে ছিটকে পড়ে রাস্তায়। প্রতিবেশি ও বাড়ির লোকজন খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন। সময় নষ্ট না করেই টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধিকে। কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা পঞ্চম শ্রেণির স্কুলপড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। ম্য়াটাডোরটিকে আটক করা হলেও চালক অবশ্য পলাতক। 


নতুন নয় পড়ুয়ামৃত্যু...
শুধু হাওড়া নয়, পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা রাজ্যের নানা প্রান্তে কম-বেশি প্রায়ই শোনা যায়।  গত জুলাইয়ে কার্যত এরকমই একটি শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছিল
মুর্শিদাবাদের হরিহরপাড়ার মহিষমারা এলাকায়। সে বার প্রাণ যায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। বছর বারোর ওই পড়ুয়ার নাম ছিল সাহিন শেখ। নওদার কেদারচাঁদপুর এলাকার বাসিন্দা ছিল সে। প্রতিদিনের মতো সে দিনও স্কুলের দিকে রওনা দিয়েছিল সাহিন। হঠাতই রাস্তার মাঝে একটি ট্রাক্টরের চাকার নিচে চলে আসে। মুহূর্তে সব শেষ। চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয় তার। দুর্ঘটনাকে কেন্দ্রে করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া ও নওদা থানার পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়। ঘাতক ট্র্যাক্টরটি আটক করে পুলিশ। কিন্তু চালক ফেরার। কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া কেদারচাঁদপুরে। কোথা থেকে কী হয়ে গেল ঠাওর করে উঠতে পারেননি পরিজনরা। তবে মহিষমারা ঘোড়ামারা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আনিকুল আলম খান জানিয়েছিলেন, দুর্ঘটনা এড়াতে এবার প্রশাসনের কাছে আর্জি জানাবেন তাঁরা। স্কুল শুরু ও ছুটির সময়টুকু যাতে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে সে জন্য পুলিশ প্রশাসনকে লিখিত আর্জি জানানো হবে। ওই সময়টুকু পণ্য়বাহী গাড়ি বা ট্রাক্টর যাতায়াতে যাতে লাগাম পরানো হয়, সেটাই মূল লক্ষ্য থাকবে তাঁদের। কিন্তু সদ্য সন্তানহারা পরিবারের এসবে সান্ত্বনা কোথায়? কান্নার রোল থামেনি সাহিন শেখের পরিজনদের। আবার মাসচারেক আগে বাঁকুড়ায় এক পথ দুর্ঘটনায় কিশোর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়েছিল ৬০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়়ির ধাক্কায় ওই কিশোরকে গুরুতর আহত হতে হয়। বয়স ১৩ বছর। তার দুর্ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। 
কিন্তু অবরোধ হোক বা তৎপরতা, যারা চলে গেল তাদের পরিজনদের জন্য শান্তি কোথায়? সান্ত্বনা কোথায় সিদ্ধির পরিবারের?


আরও পড়ুন:আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে কোন রাশির জাতকদের, কী বলছে আপনার রাশিফল?