গৌতম মণ্ডল, সুন্দরবন : রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। রেলকে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। এছাড়া এলাকার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে হোয়াইটস্অ্যাপ গ্রুপ করে পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কুনকি হাতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। হাতির হামলায় মৃতদের ক্ষতিপূরণে সরলীকরণ করা হবে। এছাড়া সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নে সরকারের ভূমিকার সমালোচনা করেন৷ ম্যানগ্রোভ এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ' MISHTI' প্রকল্পেও রাজ্য সরকারে ঢিলেঢালা মনোভাবের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আজ সুন্দরবনের গোসাবায় ২২তম প্রজেক্ট এলিফ্যান্টের স্টিয়ারিল কমিটি ও ২৮তম ন্যাশান্যাল টাইগার কনজারভেশন অথিরিটি বেঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সমালোচনায় কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী। 'ম্যানগ্রোভ এলাকার উন্নয়নে 'MISHTI' প্রকল্পে রাজ্য সরকারের ঢিলেঢালা মনোভাব', গোসাবায় বৈঠকের পর আক্রমণ কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের। রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে পদক্ষেপ করছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। 'দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে রেলকে। জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কুনকি হাতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে', জানিয়েছেন ভূপেন্দ্র যাদব।
গতকালই অসমে ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় ৮ হাতির
ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। আবারও সেই একই ঘটনা ঘটেছে। এবার অসমে। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ৮টি হাতির। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন রাত ২টো বেজে ১৭ মিনিট। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের লামডিং ডিভিশনের অন্তর্গত, যমুনামুখ-কামপুর সেকশনে দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে ওই জায়গা। জানা গিয়েছে, ২০৫০৭ সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল। সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি। সটান হাতিল দলকে ধাক্কা মারে ট্রেনটি। তাতে ৮টি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্য়ুত হয়ে গিয়েছে। লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিনও। তবে কোনও যাত্রীর প্রাণহানির খবর নেই এখনও পর্যন্ত। গভীর রাতে এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়েপড়ে। বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন পরিষেবাও। আপার অসম এবং উত্তর-পূর্বের রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে এই ঘটনায়।