কলকাতা: বলিউডে তারকদের অনুরাগীদের সংখ্যা অগুনতি। কিন্তু জানেন কী, বলিউডের এক তারকাও কিন্তু মাঝে মাঝে হন অন্য তারকার অনুরাগী? সম্প্রতি 'কোন বনেগা ক্রোড়পতি'-তে জানা গেল তেমনই একটা গল্পের কথা। সম্প্রতি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এই শো-তে এসেছিলেন এক প্রতিযোগী। এই শো-তে শ্রদ্ধা কপূরের প্রসঙ্গ উঠে আসে। ওই প্রতিযোগী জানান, তিনি শ্রদ্ধা কপূরের খুব বড় অনুরাগী। এই কথা শুনে শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) সোশ্যাল মিডিয়ায় গোটা ক্লিপিংসটি শেয়ার করে লেখেন, তিনি নিজেই অমিতাভ বচ্চনের অনুরাগী। এমনকি তিনি নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে গিয়ে এক কাপ কফি পান করতে চান।
একটি শো চলাকালীন সেই প্রতিযোগী বলেন, 'হয়তো আমি ছোট মুখে বড় কথা বলছি.. কিন্তু আমার মতো শ্রদ্ধাজী-র পাগল অনুরাগী কেউ হতে পারে না। আমি একবার শ্রদ্ধাজীর সঙ্গে কফি ডেটে যেতে চাই।' ওই প্রতিযোগীর কথা শেষ হওয়ার পরেই অমিতাভ বচ্চন ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, 'শ্রদ্ধার কাছে অনুরোধ রইল তিনি যেন এই প্রতিযোগীর সঙ্গে কফি ডেটে যান।' এই গোটা ক্লিপিংসটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রদ্ধা কপূর। পাশাপাশি তিনি লিখেছেন, 'অমিতাভজী... আমি তো আপনার ভীষণ বড় অনুরাগী। আপনি আগে আমার সঙ্গে এক কাপ কফি খেতে চলুন। আপনি সবকিছু-কে ক্লাসি আর সুন্দর করে তুলতে পারেন। আপনি পৃথিবীর সেরা হোস্ট।'
সদ্যই মাদক মামলায় নাম জড়িয়েছিল নোরা ফতেহির। এরা ছাড়াও নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর। মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা এই অভিযোগ আনতেই নড়েচড়ে বসেছে অনেকেই। সম্প্রতি মুম্বই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর একটি তল্লাশি চালায় আর সেই তদন্ত থেকেই উঠে আসে সেলিম ডোলার নাম। এরপরে জানা যায়, গোটাটাই একটি চক্র, সেটি চালিত হয় দুবাই থেকে। সংযুক্ত আরব আমীরশাহী থেকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে আসা হয়েছে তাহিরকে। সেলিমের পুত্র তাহিরকে সম্প্রতি জেরা করে পুলিশ। আর তাহিরকে তদন্ত করা হলে সেখানেই উঠে আসে শ্রদ্ধা কপূর, নোরা ফতেহির মতো একাধিক চাঞ্চল্যকর নাম। প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তাহের জানিয়েছেন, ভারতে এবং বিভিন্ন জায়গায় মাদক পার্টির আয়োজন করেন দাউদ ইব্রাহিম। সেখানে উপস্থিত থাকেন শ্রদ্ধা কপূর থেকে শুরু করে নোরা ফতেহির মতো নামিদামি অভিনেত্রীরা। তবে শ্রদ্ধা একা নন, জানা গিয়েছে, তাঁর দাদা সিদ্ধার্থ কপূরও নাকি এই পার্টিতে নিয়মিত যান ও এই মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত।