রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পৃথক কামতাপুর রাজ্য-সহ (Separate Kamtapur State) একাধিক দাবিতে অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের (আকসু) ডাকে 'রেল রোকো' (Rail Roko Program) কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন (Train service Disrupted)। ময়নাগুড়ি বেতগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় এই কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বেতগারা স্টেশনের কাছে রেল লাইনে 'কেপিপি' ও 'আকসু' সমর্থকদের জমায়েত হয়ে যায়। রেল লাইনের ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ধাক্কা খায় ট্রেন চলাচল। এই মুহূর্তে যেমন, বেতগারা স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী 'বন্দে ভারত' আটকে। বিক্ষোভকারীদের মুখে স্লোগান, 'বিজেপি হঠাও, তৃণমূল হঠাও'। পরিস্থিতি সামলাতে হাজির রেল পুলিশ।

বিশদ...
আলাদা কামতাপুর রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে এদিনের 'রেল রোকো' কর্মসূচি। তার জেরে ধাক্কা খায় ট্রেন পরিষেবা। সকাল সাড়ে ৬টা থেকে আটকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। অন্য একটি স্টেশনে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র মেল। আজ সকাল থেকে 'কামতাপুর পিপলস পার্টি' রেল অবরোধের ডাক দেয়। আলাদা রাজ্য ও আলাদা ভাষার দাবি পাশাপাশি বিক্ষোভকারীদের অভিযোগ, উত্তরবঙ্গ বঞ্চিত। এদিন সকালে আপ-ডাউন দুটি লাইনেই বসে পড়েন বিক্ষোভকারীরা। যতক্ষণ তাঁরা কোনও সদুত্তর না পাচ্ছেন, তত ক্ষণ আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটাতে বিপুল সংখ্যক রেল পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। বারবার কথা হচ্ছে রেল-কর্তাদের সঙ্গে।   


হুমকি...
পৃথক কামতাপুরের দাবিতে আগেও সরব হতে শোনা গিয়েছে আন্দোলনকারীদের। যেমন, গত বছর নভেম্বর মাসে পৃথক রাজ্যের দাবিতে বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দেয় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি  জল্পেশ ময়দানে সভার অনুমতি না মেলায় সেবার প্রশাসনকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন KLO নেত্রী জ্যোৎস্না রায়। সভা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত না জানানোয় অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। ভোটের আগে বিজেপির উস্কানিতে হাওয়া গরমের চেষ্টা বলে কটাক্ষ করে  তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত বলেই পৃথক রাজ্যের দাবি উঠছে, বলে মন্তব্য গেরুয়া শিবিরের একাংশের। তবে কামতাপুরি আন্দোলন সমর্থন করেন না তাঁরা, বলেও সাফাই দেয় জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব।


 


 


আরও পড়ুন:হিমাঙ্কের নিচে থাকতে পারে দার্জিলিঙে পারদ, আজ কেমন থাকবে মালদার আবহাওয়া?