কলকাতা : দমদম জাংশনের কাছে জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আর তার জেরে একগুচ্ছে ট্রেন বাতিল করা হল শনি ও রবিবার। শিয়ালদা থেকে ও শিয়ালদা পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল। বদলানো হল দূরপাল্লার বিভিন্ন ট্রেনের সময়সূচিও। এই জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৭ ঘণ্টা প্রভাবিত হতে পারে ট্রেন চলাচল। বাতিল করা হচ্ছে শিয়ালদা-ডানকুনি , শিয়ালদা-হাবরা,  শিয়ালদা- বারাসাত সহ বিভিন্ন লেকাল ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা। 

        আজ (শনিবার) বাতিল হচ্ছে যেসব ট্রেন : 

  • শিয়ালদা-ডানকুনি:  আপ ৩২২৪৯/ডাউন 32252কাল (২৭ জুলাই, রবিবার) বাতিল হচ্ছে যেসব ট্রেন :
  • শিয়ালদা-হাবরা:  আপ ৩৩৬৫৩/ডাউন ৩৩৬৫৪।
  • শিয়ালদা-দত্তপুকুর: ডাউন ৩৩৬১২।
  • শিয়ালদা-বনগাঁ: আপ ৩৩৮১৭/ডাউন ৩৩৮২৪
  • শিয়ালদা- বারাসাত : আপ ৩৩৪৩১/ডাউন ৩৩৪৩২
  • শিয়ালদা-ডানকুনি: আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯/ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ কাল (২৭ জুলাই রবিবার) যাত্রা সংক্ষিপ্ত হচ্ছে যেসব ট্রেনের :
  • ৩৩৮১২ ডাউন বনগাঁ -শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
  • ৩৩৮১৩ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা-এর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • ৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
  • ৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।কাল (২৭ জুলাই, রবিবার) শিয়ালদা এসে যেসব মেল ট্রেনগুলি যাত্রা শেষ করার কথা, সেক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে। ঘোষণা করেছে রেল।
  • ২২২০২ ডাউন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই) ০৩ ঘন্টা ৩০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে, অর্থাৎ পুরী থেকে ১৯.৪৫ ঘঃ-এর পরিবর্তে ২৩.১৫ ঘঃ-তে ছাড়বে এবং ব্লক বাতিল হওয়া পর্যন্ত বরাহনগর রোড স্টেশনে নিয়ন্ত্রিত হবে।ডাউন মেল/এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তন
  •  ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই) ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে  পরিবর্তিত পথে চলবে এবং বেলঘরিয়াতে থামবে।
  •  ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি- শিয়ালদা দার্জিলিং মেল (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই এবং ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই) ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে।
  • ব্লক চলাকালীন ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে।