কলকাতা: এই ছবির জন্য ১০ বছরের অপেক্ষা। যখন এই সিনেমার শ্যুটিং হয়েছিল, তার থেকে একেবারে অন্য ধারায়, অন্য খাতে জীবন বইছে ছবির নায়ক নায়িকার। তবু আবার, নস্ট্যালজিয়া উস্কে সেই নায়ক নায়িকাকে একফ্রেমে দেখতে পাওয়ার জন্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন দর্শক...পরিচালক, নির্মাতা এমনকি নায়ক নায়িকারও তাই প্রত্যাশা। দীর্ঘ প্রতিক্ষার পরে মুক্তি পাচ্ছে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'ধূমকেতু'। আর সেই ছবি মুক্তির আগেই এবিপি আনন্দকে সিনেমা নিয়ে নিজের প্রত্যাশার কথা খুলে বললেন দেব।
'ধূমকেতু' মুক্তির খবর দর্শকদের কাছে সত্যিই চমক। দর্শকদের উত্তেজনা দেখে কেমন লাগছে স্বয়ং দেব-এর। অভিনেতা বলছেন, 'খুব ভাল লাগছে। আশা করেছিলাম, ধূমকেতু-র মুক্তি দর্শকদের কাছে চমক হবে। তবে তাঁরা যে এতটা উচ্ছ্বসিত হবেন, সত্যিই আশা করিনি। ১০ বছর ধরে একটা ছবি আটকে ছিল। ২০১৫ সালে ছবিটা ঘোষণা হয়েছিল আর শ্যুটিং করেছি ২০১৬ সালে। এখনও মনে হচ্ছে, একরকম উচ্ছ্বাস রয়েছে সিনেমাটা নিয়ে।'
বছর শেষ হয়েছিল 'খাদান'-এর সাফল্য দিয়ে, শুরু হচ্ছে 'ধূমকেতু' দিয়ে। তালিকায় রয়েছে রঘু ডাকাত আর প্রজাপতি ২ ও। দেব বলছেন, 'আমার সবসময় চেষ্টা থাকে, প্রত্যেকটা সিনেমা যেন আলাদা হয়। প্রত্যেকটা চরিত্র যেন আলাদা হয়। এখন যেভাবে সিনেমার টিকিটের দাম বাড়ছে, আমি একই ধরনের ছবি আমার দর্শককে দিতে চাই না। ধূমকেতু এমন একটা সিনেমা, যার মতো করে দেব-কে আগে দেখা যায়নি। দেব এরকম ধরণের গল্প করেনি। আবার রঘু ডাকাত করার মতো সাহস বাংলায় খুব কম লোকই দেখাতে পেরেছে। সেই জগৎটা মানুষ দেখে আলাদা উন্মাদনা পাবে। আর প্রজাপতি ২-এর শ্যুটিং লন্ডন থেকে শেষ করে এলাম। পারিবারিক ড্রামাকে এরকমভাবে এর আগে কেউ দেখায়নি। আমি গত ৫-৬ বছরে অনেক ফ্যামিলি ড্রামা করলাম। তারপরে মনে হচ্ছিল, একই রকম ছবি করলে দর্শক আর দেখবে না। চেষ্টা করছি যেন বিভিন্ন স্বাদে, বিভিন্ন রূপে নিজেকে নিয়ে আসতে পারি, নিজেকে ভাঙতে পারি।'
দেব শুভশ্রী জুটিই কি 'ধূমকেতু'-র এক্স ফ্যাক্টর? দেব বললেন, 'শুধু দেব শুভশ্রী জুটি বললে ভুল হবে। এটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সেরা সিনেমা। সৌমিক হালদারের দুর্দান্ত ক্যামেরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যা যা ছবি করেছে, এটা ওর সেরা কাজ বলে আমার মনে হয়। এটা আমারও সেরা কাজ। আমার মনে হয়, এখন যদি আমি এই দৃশ্যগুলোয় অভিনয় করি, হয়তো অত ভাল করতে পারব না যতটা তখন করেছিলাম। সেই সময়ে দর্শক আমায় এতটা সিরিয়াসলি নিতই না। সেই সময়ে দাঁড়িয়ে ৮০ বছরের একটা বৃদ্ধের চরিত্রে অভিনয় করা। দর্শক পরিশ্রমটা আশা করি বুঝবে যে ছেলেটা আজ নিজেকে ভাঙেনি, অনেকদিন আগে থেকেই ভাবতে শুরু করেছিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্মই হয়েছিল ধূমকেতু নিয়ে। আমার কোনও অভিযোগ নেই। জানি না এই সিনেমাটা কটা শো পাবে। কিন্তু ১০ যদি এই সিনেমাটা দেখে বেরোয়, তারা ১০০ জনকে নিয়ে আসবে, ধূমকেতু সেরকম একটা ছবি।'