কলকাতা: আতঙ্কের রেল সফর, এবার ভাঙল প্যান্টোগ্রাফ। আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে আপ কোল ফিল্ড এক্সপ্রেস (Coal Field Express )। চূড়ান্ত দুর্ভোগের শিকার রেলযাত্রীরা।


এবার ভাঙল প্যান্টোগ্রাফ: বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার দাগ এখনও দগদগে। এরই মধ্যে ফের রেলযাত্রীদের ভোগান্তির শিকার হতে হল। ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। আটকে রইলেন যাত্রীরা। রেল সূত্রে খবর, এদিন আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। শুরু হয় মেরামতির কাজ। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'। 


গত এপ্রিল মাসে দক্ষিণ পূর্ব রেলের (South eastern Railway) হাওড়া আমতা শাখায় ব্যাহত রেল পরিষেবা। সকাল ৯:৪৫-এর ডাউন আমতা লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী জানান, ৯:৪৫ প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ হয়। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজও। তার কয়েক দিন পরই 31152 ডাউন বর্ধমান-শিয়ালদহ লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায়। যার জেরে রসুলপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বর্ধমান-শিয়ালদহ ডাউন লোকাল ট্রেন।                    


ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। দুর্ঘটনার সাড়ে ১১৬ ঘণ্টা পর শালিমার থেকে ফের চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের নতুন করে যাত্রা শুরু। বুধের দুপুরে করমণ্ডল ট্র্যাকে ফিরলেও বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল করা হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন।                          


আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড