কলকাতা: সকলেই সহকর্মী, তাঁর টিমেরই সদস্য। তাঁদের সঙ্গেই অভব্য ব্যবহার। সেটাও আবার কাজ সংক্রান্ত একটি অনলাইন মিটিংয়েই। কাউকে ধমক, কাউকে গালিগালাজ। কারও আবার চাকরি খেয়ে নেওয়ার হুমকি। যিনি এমন ব্যবহার করছেন তিনি কলকাতায় একটি বিখ্যাত বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মী। গোটা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় ওঠে। তারপরেই ওই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে।


ভাইরাল ভিডিও সূত্রেই জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম পুষ্পল রায়। তিনি ভারতের প্রথমসারির একটি বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মী। কলকাতায় ক্লাস্টার হেড হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীদের সঙ্গে অভব্য ব্যবহার এবং হেনস্থার অভিযোগে তাঁকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে।


 






সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি। তারপরেই টনক নড়েছে সংস্থার। একাধিক ব্যক্তি কর্মক্ষেত্রে হেনস্থার বিষয়ে মুখ খুলেছেন। এমন ব্যবহার সহ্য করে কী ভাবে কাজ করা হবে তা নিয়েও প্রশ্ন করা হয়েছে। সংস্থাটি কীভাবে এমন একজন ব্যক্তিকে উচ্চপদে বসিয়ে রেখেছে সেই প্রশ্নও ওঠে।


আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?