কলকাতা: ফের ট্রেন বিভ্রাট, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। শিয়ালদা দক্ষিণ শাখায় (Sealdah South Section) ব্যাহত ট্রেন চলাচল। নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে ব্যাহত হয় রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল। একঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা।
চূড়ান্ত যাত্রী দুর্ভোগ: এদিন বিকেল ৫টার পর নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায়। শুধু শিয়ালদা স্টেশনই নয়, দক্ষিণ শাখার একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অফিস ফেরত সময়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। একঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। ভিড়ে ঠাসা প্রতিটি স্টেশনে। তিল ধারণার জায়গা নেই। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।
দিনকয়েক আগে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন (Howrah-Katwa Local)। কাটোয়ার দাঁইহাট স্টেশনের প্ল্যাটফর্মে স্লিপারে ধাক্কা লাগে। চার নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য রাখা ছিল প্রচুর স্লিপার। সেখানেই ধাক্কা মারে লোকাল ট্রেনটি। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় কোনও রকমে। অন্যথায় অনর্থ ঘটে যেতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে (Purba Bardhaman News)।
মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। চালকের তৎপরতাতেই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। এদিন হাওড় থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। কাটোয়ার আগে দাঁইহাট স্টেশনে সকাল থেকে কাজ চলছিল। চার নম্বর প্ল্যাটফর্মে জমা ছিল স্লিপার। চার নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার সময় সেই স্লিপারেই ধাক্কা মারে ট্রেনটি। এতটাই তীব্র ছিল ধাক্কা যে ট্রেনের কামরার ভিতরও স্লিপারও ঢুকে যায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, কামরূপ এক্সপ্রেসকে আগে করার জন্য, হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটিকে সিগনাল দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় দাঁইহাট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে। সেখানেই প্ল্যাটফর্রমের ধার ঘেঁষে পড়েছিল প্রচুর স্লিপার। তাতেই ধাক্কা মারে ট্রেনটি। তাতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটির প্রথম দু'টি কামরা প্ল্যাটফর্মে ঢুকতেই এই বিপত্তি ঘটে। তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন চালক। তাতেই যাত্রীরা রক্ষা পেয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?