কলকাতা : ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের তলব। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সায়নী ঘোষকে আগামী ৫ জুলাই ফের তলব করেছে ইডি (ED)। সূত্রের খবর, সায়নীকে ব্যাঙ্ক স্টেটমেন্টও আনতে বলেছেন ইডি-র তদন্তকারীরা। পাশাপাশি সায়নী ঘোষের (Saayoni Ghosh) বয়ানের সঙ্গে তদন্তকারীদের হাতে থাকা নথি ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হবে। আর তার প্রেক্ষিতেই পরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর সূত্রের। আর তৃণমূলের যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে ফের তলব নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে আবার নিশানা করেছে ঘাসফুল শিবির। 


প্রতিহিংসার অভিযোগ করেছে তৃণমূল শিবির। '২০২৪-২০২৬ পর্যন্ত এই তলব চলবে, তারপর আস্তে আস্তে কমে যাবে, তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভয় দেখানো যাবে না', মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ের (Sovandeb Chatterjee)। 


'কুন্তলকে চিনতাম, তবে তেমন পরিচয় ছিল না, জিজ্ঞাসাবাদে দাবি সায়নীর, কুন্তল সোশাল ওয়ার্কার বলে পরিচয় দিত, একটা কলেজ আছে বলেছিল'। কুন্তলের সঙ্গে লেনদেনের কথা অস্বীকার সায়নীর, দাবি ইডি সূত্রে। এদিকে, ইডির স্ক্যানারে সায়নীর জোড়া ফ্ল্যাট, আয়ের উৎস জানতে চায় ইডি। 'রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি'। ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদে দাবি যুব তৃণমূল সভানেত্রীর, দাবি সূত্রর।


প্রসঙ্গত, 'একটি ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা, অপর ফ্ল্যাটের দাম ৩৫ লক্ষ টাকা। ৩৫ লক্ষ টাকা দামের ফ্ল্যাট রয়েছে সায়নীর মায়ের নামে। ৮০ লক্ষ টাকা দামের ফ্ল্যাট কিনতে ৬০ লক্ষ টাকা ঋণ নেন, দাবি সায়নীর: সূত্র।  সায়নীর আয়ের উৎস কী? কীভাবে জমা দেন ইএমআই? জানতে চায় ইডি: সূত্র। ব্যাঙ্ক ঋণের তথ্য ও আয়ের নথি নিয়ে বুধবার ফের সায়নীকে তলব ইডির: সূত্র।


জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে সায়নী ঘোষ বলেছিলেন, 'দেয়ার ইজ নাথিং টু হাইড। একশোবার ডাকলে একশোবার আসব। পূর্ণ সহযোগিতা করেছি। করব।'                                                 


আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial