ব্রতদীপ ভট্টাচার্য ও কমলকৃষ্ণ দে, বর্ধমান : আজ থেকে কিছুটা স্বাভাবিক হলেও, কমবেশি দুর্ভোগ চলবে ২১ তারিখ পর্যন্ত। বর্ধমান স্টেশনের (Burdwan Railway Station) কাছে রেল ওভারব্রিজ ভেঙে ফেলার জন্য আরও বেশ কয়েকদিন নিয়ন্ত্রিত হবে হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখার ট্রেন চলাচল। কাজের দিনেও কেন পাওয়ার ব্লক, প্রশ্ন যাত্রীদের। 


বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাওয়া রেল ওভারব্রিজ (Rail Overbridge) ভেঙে ফেলার কাজ চলছে। তার জেরে ২৬ তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল ৩৪টি এবং কর্ড় লাইনে ২৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, এদিন বাতিল হয়েছে ৪১টি দূরপাল্লার ট্রেনও। 


পরিস্থিতি সামাল দিতে, হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড় পর্যন্ত ১১ জোড়া এবং কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত ১০ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়।রেল প্রিমিয়াম ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয় অন্য লাইন দিয়ে। শক্তিগড়, মশাগ্রাম থেকে হাওড়া আসা লোকাল ট্রেনগুলিতি দিনভর ছিল বাদুড়ঝোলা ভিড়। 


দুর্ভোগের একই ছবি বর্ধমানে। সপ্তাহের মাঝে, কাজের দিনে এত ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। এক যাত্রী বলেন, "আমরা বাইকে একটু সকাল সকাল বেরিয়েছে। একটু অসুবিধা তো হয়েছে। সকালে কিছু ট্রেন ছাড়লে ভাল হতো। একটা বা দুটো লোকাল ট্রেন ছাড়লে ভাল হতো।" 


অপর এক যাত্রী বলেন, "বর্ধমানে নেমে এখান থেকে সাঁইথিয়ার জন্য অন্য ট্রেন ধরতাম। ট্রেন যাচ্ছে না। এখন বাসে যেতে হবে।"


রেল সূত্রে খবর, শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২১ তারিখ পর্যন্ত বাতিল করা হবে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। সব মিলিয়ে দুর্ভোগ চলবেই। 


প্রসঙ্গত, যে ওভারব্রিজটিকে ভেঙে ফেলার কথা বলা হয়, সেটি আগেই যান চলাচলের জন্য অনুপযুক্ত বলে ঘোষিত হয়েছিল। তাতে কাজের জন্য আগেও বেশ কয়য়েক দিন ট্রেন চলাচল ব্য়াহত হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে বলা হয়, রক্ষণাবেক্ষণ, নির্বিঘ্ন পরিষেবার জন্য ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ সারা জরুরি। 


আরও পড়ুন ; ভেঙে ফেলা হবে ওভারব্রিজ, ১৪ ঘণ্টা বন্ধ বর্ধমান স্টেশনের একাংশ, বাতিল লোকাল-এক্সপ্রেস ট্রেন