বর্ধমান: স্টেশন সংলগ্ন পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলা হবে। তার জন্য ১৪ ঘণ্টার জন্য বর্ধমান স্টেশনের একাংশ বন্ধ থাকবে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। তার জেরে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্য়ান্ডেল, বর্ধমান-ব্যান্ডেল রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Bardhaman Station)। বাতিল করা হয়েছে হাওড়া, কলকাতা, শিয়ালদা রুটের একাধিক দূরপাল্লার ট্রেনও (Train Cancellation)।


বাতিল করা হয়েছে হাওড়া, কলকাতা, শিয়ালদা রুটের একাধিক দূরপাল্লার ট্রেনও


যে ওভারব্রিজটিকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে, সেটি আগেই যান চলাচলের জন্য অনুপযুক্ত বলে ঘোষিত হয়েছিল। তাতে কাজের জন্য আগেও বেশ কয়য়েক দিন ট্রেন চলাচল ব্য়াহত হয়। ওভারব্রিজ ভেঙে ফেলার জন্য় এ বার ট্রেন চলাচল ১৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হল। সপ্তাহের মাঝামাঝি এই সিদ্ধান্তে যথআরীতি দুর্ভোগে পড়বেন যাত্রীরা।


বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ, নির্বিঘ্ন পরিষেবার জন্য ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ সারা জরুরি। তাই বৃহস্পতিবার স্টেশনের একাংশে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে লোকাল এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন।



আরও পড়ুন: Coal Smuggling Case: থরে থরে সাজানো নোট! ইডির অভিযানে উদ্ধার এত টাকা কার?


রেলের তরফে বিজ্ঞপ্তিতে আপ লাইনে বাতিল এক্সপ্রেস ট্রেনের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে রয়েছে হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস, হাওড়া- জবলপুর এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দি এক্সপ্রেস, হাওড়া –নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-পটনা জন শতাব্দি এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, হাওড়া-মাবদা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-রকসুল মিথিলা এক্সপ্রেস।


আপ লাইনে বাতিল এক্সপ্রেসের ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ুরাক্ষী এক্সপ্রেস,  হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া-ইন্দৌর শিপ্রা এক্সপ্রেস, হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, হাোড়া-অমৃতসর মেইল, হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া-রাজেন্দ্রনগর এক্সপ্রেস, হাওড়া-দেহরাদূণ এক্সপ্রেস, হাওড়া-জামালপুর এক্সপ্রেস।


বাতিল ট্রেনের তালিকায় রয়েছে কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, শিয়ালদা-গোড্ডা প্যাসেঞ্জার, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস, কলকাতা-মান্দার এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা-উদয়পুর এক্সপ্রেস, কলকাতা-গোর্খাপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস, কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস, শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা-জয়নগর গঙঅগাসাগর এক্সপ্রেস, কলকাতা-পটনা গরিব রথ এক্সপ্রেস।


ডাউন লাইনে বাতিল বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস, সিউড়ি-এক্সপ্রেস, রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস, মোকাবা-হাওড়া এক্সপ্রেস, রাঁচি-হাওড়া শতাব্দি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া এক্সপ্রেস, পটনা-হাওড়া জন শতাব্দি এক্সপ্রেস।


বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে বিষয়টি জানানো হয়েছে


ডাউন লাইনে দূরপাল্লার রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস।  বাতিল করা হয়েছে গোড্ডা-শিয়ালদা প্যাসেঞ্জার, রামপুরহাট-শিয়ালদা মা তারা এক্সপ্রেস, আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস।