Train Cancelled: ফের ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। এক জোড়া ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল হতে চলেছে। আজ ১৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। পূর্ব রেলের সদর দফতরের তরফে জানানো হয়েছে, লাইন বা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ব্যান্ডেল-কাটোয়া শাখায় দাঁইহাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন মেন লাইনে। সেই জন্যই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। ১৬ এপ্রিল থেকে ৫ মে- এর মধ্যে (বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে) মোট ১৪ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। দিনের বেলায় ৩ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। স্বভাবতই এই ট্রেন বাতিলের জন্য দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা। সেই জন্য আগাম ক্ষমা চেয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যাতায়াতের সুবিধার জন্য যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। ফেসবুকে পোস্ট করা হয়েছে পূর্ব রেলের তরফে। 

এবার দেখে নিন কোন কোন দিন ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল থাকতে চলেছে 

  • ১৬/০৪/২০২৫- বুধবার 
  • ১৮/০৪/২০২৫- শুক্রবার 
  • ১৯/০৪/২০২৫- শনিবার 
  • ২১/০৪/২০২৫- সোমবার 
  • ২২/০৪/২০২৫- মঙ্গলবার 
  • ২৩/০৪/২০২৫- বুধবার 
  • ২৫/০৪/২০২৫- শুক্রবার 
  • ২৬/০৪/২০২৫- শনিবার 
  • ২৮/০৪/২০২৫- সোমবার 
  • ২৯/০৪/২০২৫- মঙ্গলবার 
  • ৩০/০৪/২০২৫- বুধবার 
  • ০২/০৫/২০২৫- শুক্রবার 
  • ০৩/০৫/২০২৫- শনিবার 
  • ০৫/০৫/২০২৫- সোমবার 

উল্লিখিত তারিখগুলিতে বাতিল থাকবে ট্রেন। এবার জেনে নিন, কোন কোন ট্রেন বাতিলের কথা ঘোষণা কর হয়েছে। 

  • ব্যান্ডেল থেকে - ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল 
  • কাটোয়া থেকে - ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল 

এর আগেও ব্যান্ডেল লাইনে একাধিকবার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত টানা ১৬ দিন বাতিল করা হয়েছিল ট্রেন। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৯ মার্চ থেকে বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক  ট্রেন বাতিল করা হয়েছিল। এই সময়েও পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে দিনের বেলায় ঘন্টা তিনেক ধরে কাজ হবে। তার জন্যই  ট্র্যাফিক ব্লক করা প্রয়োজন। এর জন্যই  ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেয় রেল। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ কাটোয়া-বান্ডেল লোকাল বাতিল করা হয়েছিল। এবারও এই দুই ট্রেনই বাতিল করা হয়েছে। আর কাজ হবে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মাঝে ডাউন মেন লাইনেই।