শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: হাওড়া ডিভিশনে নন ইন্টার লকিং কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিলের পাশাপাশি, বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বিশেষত পর্যটনের এই সময়ে কলকাতা থেকে উত্তরবংগের ডুয়ার্সে পৌছানোর কাঞ্চন কন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
এর ফলে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের একাংশের। অনেককে টিকিট কেটে রেখেছেন এই ট্রেনে আসবেন। আবার অনেকেরই ফেরার টিকিট রয়েছে তাই হঠাৎ করে রেলের এই ঘোষণায় বিপাকে পড়েছেন পর্যটকরা।
এই পরিস্থিতিতে পর্যটকদের এই সমস্যার সমাধানে এগিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। পর্যটকদের কথা মাথায় রেখে কলকাতা থেকে চারটি বাস শিলিগুড়ি পর্যন্ত চালাবে নিগম, অন্যদিকে একই ভাবে শিলিগুড়ি থেকেও প্রতিদিন চারটি বাস কলকাতায় যাবে। পাশাপাসি আলিপুরদুয়ার থেকেও স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে এই সমস্যা সমাধানে। এছাড়াও যদি প্রয়জন হয় তবে আরো বাসের ব্যবস্থা করতে পারে নিগম এমনটাই জানিয়েছেন উত্তরবংগ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। ইতিমধ্যে পরিবহন সংস্থার ওয়েব সাইটে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।
পার্থ প্রতীম রায় বলেন এই সময় উত্তরবঙ্গে প্রচুর পর্যটক আসেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি জংশন স্টেশন থেকেও ডুয়ার্সে যেতে যাতে পর্যটকদের কোন সমস্যা না হয় তার জন্য বাস ও ট্যাক্সির ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
উত্তরবঙ্গের পাশাপাশি হাওড়া ডিভিশনে (Howrah Division) নন ইন্টারলকিং (non interlocking) কাজের জন্য একাধিক ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বাতিল হয়েছে:
হাওড়া থেকে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস (এই গুলির ক্ষেত্রে ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- হাওড়ার দিকে আসা এই ট্রেনগুলিও বাতিল
শিয়ালদহ থেকে শিয়ালদহ-আলিপুরদুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- শিয়ালদহের দিকে আসা ট্রেনগুলিও বাতিল।
সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ:
সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশাল
রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশাল
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল
আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল-সহ আরও একাধিক ট্রেনের।
একাধিক ট্রেন ছাড়া সময়ের পরিবর্তনও করা হয়েছে:
আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
ডাউন মালদা টাউন-সুরাট এক্সপ্রেস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে