কলকাতা: বাংলাদেশের (Bangladesh Cricket Team) প্রথম ক্রিকেটার হিসেবে হ্যান্ডবল আউট হয়েছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। এবার সেই বিষয় টেনে এনেই সাধারণ মানুষকে অভিনব সতর্কবার্তা দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ধরে বাংলাদেশের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার আউট হয়েছিলেন গতকাল। কলকাতা পুলিশ একটি পোস্টের মাধ্যমে সচেতনা বাড়াতে জানিয়েছে যে এভাবেই কোনও লিঙ্ক ছুঁলেও কিন্তু বিপদ আসতে পারে। 


এক নজরে কলকাতা পুলিশের পোস্ট


 






পোস্টে দেখা যাচ্ছে যে মুশফিকুরের ছবির সঙ্গে একটি লেখা, ''লিঙ্ক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল''। অনেকেই মোবাইলে আসা কোনও লিঙ্কে ক্লিক করে ফেলেন। তাতে অনেক জালিয়াত ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেয়। সাধারণ মানুষকে সাবধান করতে এই পোস্ট করেছে কলকাতা পুলিশ।


এদিকে, মুশফিকুরের সমালোচনায় মুখর হয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, '৮০-র ওপর টেস্ট ম্যাচ খেলা একজন ক্রিকেটারের জানা উচিত এটা করা যায় না। প্র্যাক্টিসের অভ্যাসে অনেক সময় এরকম হয়। নেটে বোলারকে এভাবে বল ফেরত দেওয়া ব্যাটারদের রেওয়াজ। হতে পারে মুশফিকুর অসচেতনভাবে এটা করেছে। হাত বাড়িয়ে ফেলেছে। কিন্তু সেটা কোনও অজুহাত হতে পারে না।'


কিন্তু অনেকে প্রশ্ন তোলেন, কেন অবস্ট্রাকটিং দ্য ফিল্ড নিয়মের আওতায় আউট ঘোষণা করা হল মুশফিকুরকে। কেন তাঁকে 'হ্যান্ডলড দ্য বল' বা হাত দিয়ে বল থামানোর অপরাধে আউট দেওয়া হল না!






বুধবার ঢাকায় বাংলাদেশ-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেই ঘটনা ঘটেছে। ব্যাটিংয়ের সময় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকানোয় তাঁকে আউট দেওয়া হয় (‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-র কারণে)। আর সেই ঘটনার ফলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেভাবে আউট হলেন মুশফিকুর। যে আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেভাবে বাংলাদেশের তারকা হাত দিয়ে বলটা আটকে দেন, তা নিয়ে হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা।