কলকাতা: ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় (TMC Shahid Diwas) যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে চাপ, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত রাজু হালদার টালিগঞ্জ-হাজরা রুটের অটো চালক। মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন।


BJP কর্মীকে মারধরের অভিযোগ: টালিগঞ্জ-হাজরা রুটে অটো চালান রাজু হালদার। বিজেপির অভিযোগ, ২১ জুলাইয়ের সভায় যাওয়ার জন্য কয়েকদিন ধরেই অটো চালক রাজুকে তৃণমূল সমর্থিত অটো ইউনিয়ন থেকে চাপ দেওয়া হচ্ছিল। রাজি হচ্ছিলেন না রাজু। এরপরই গতকাল মারধর করা হয়। অটো ইউনিয়ন বা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাতে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। পরে থানায় অভিযোগ দায়ের হয়।                          


পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে গতকাল ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। রীতিমতো সাজ সাজ রব ছিল শহরজুড়েই। এরইমধ্যে বিভিন্ন জায়গায় অশান্তির খবর। হাড়োয়ার কুলটিতে একুশের সমাবেশে যাওয়ায় ২ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, শুক্রবার সন্ধেয় বাড়ি ফেরার সময় সিপিএম ও বিজেপি আশ্রিত দুষকৃতীরা রড বাঁশ দিয়ে তাঁদের হামলা চালায়। জখম ২ তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার করেছে ২ বিরোধী দল।                        


এদিকে একুশে সমাবেশ থেকে ফেরার পথে খড়্গপুরের রূপনারায়ণপুরের কাছে ৬ নং জাতীয় সড়কে নয়ানজুলিতে পড়ল বাস। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু। আহত কমপক্ষে ৫৬। তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে ধর্মতলা থেকে পুরুলিয়ার বান্দোয়ানে যাচ্ছিল বাসটি। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। অন্যদিকে, তেহট্টের ইসলামপুরে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ১৪। রাত সাড়ে আটটা নাগাদ একুশের সমাবেশ থেকে গাড়িতে ফিরছিলেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। সেইসময় করিমপুরের দিক থেকে আসা দিঘা গামী বাস সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার জেরে বাস ও গাড়ি দুটিই রাস্তার ধারে উল্টে যায়। আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: West Bengal Weather : নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী সপ্তাহে বদলে যাবে বাংলার আবহাওয়া ?