রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার জমি নিয়ে গ্রামের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বিবাদ সৃষ্টি হল। বচসায় মারামারিতে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীর। এই ঘটনার জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন মহিলা সহ একাধিক গ্রামবাসী। 


অভিযোগ, বিজেপি কর্মীরা হুমকি দিচ্ছেন গ্রামবাসীদের। তাঁদের দাবি, গ্রামে থাকতে হলে বিজেপি করতে হবে নয়তো এখনই জমি দখল করে নেওয়া বলে হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের  সরকার পাড়ার। জমি বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধস্তাধস্তি, একে অপরের ওপর হামলা, সবই চলে। এর ফলে জখমও হয়েছেন বেশ কয়েকজন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এদের মধ্যে চারজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 


দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ওই এলাকায় প্রায় দেড় বিঘা জমিতে কৃষিকাজ করছেন গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র বর্মণ। ওই জমিতে তাঁর বসত বাড়িও আছে। তাঁর অভিযোগ, গ্রামের কিছু বিজেপির কর্মীরা নিজেদের ওই জমির মালিক বলে দাবি করে হামলা চালায় শ্যামল বাবুর পরিবারের ওপর। তাঁর বৃদ্ধা মায়ের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এমনকী পরিবারের তৃণমূল সদস্যা মমতা বর্মনের হাত ভেঙে দিয়েছে পদ্মকর্মীরা, এমনটাই অভিজোগ তৃণমূলের। এদিন গ্রামবাসীরা একজোট হয়ে থানায় নয়জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাদের গ্রেফতারের দাবিতে থানায় জমায়েত করেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে পুলিশ অবশ্য জানিয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


অন্যদিকে জমি বিবাদ ঘিরে দুই প্রতিবেশী পরিবারের সংঘর্ষে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বেলুড়ের জঙ্গি সিং গলি এলাকা। গোটা অশান্তির ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বৃদ্ধের পিঠে পড়ছে লাঠির বাড়ি। কখনও যুবক। আবার কখনও মহিলার শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে ভাতের গরম ফ্যান। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এমনই সব সাংঘাতিক ছবি। 


আরও পড়ুন: Howrah : চরমে দুই প্রতিবেশীর ঝগড়া! রাগে ''ছিটিয়ে দেওয়া হল ফুটন্ত ভাতের ফ্যান''