ভাস্কর ঘোষ, হাওড়া:  বৃদ্ধের পিঠে পড়ছে লাঠির বাড়ি। কখনও যুবক। আবার কখনও মহিলার শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে ভাতের গরম ফ্যান। সিসিটিভির ফুটেজ দেখলে ছ্যাঁত করে উঠবে বুক ! 


জমি বিবাদ ঘিরে দুই প্রতিবেশী পরিবারের সংঘর্ষে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বেলুড়ের জঙ্গি সিং গলি এলাকা!! গোটা অশান্তির ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। 

ঠিক কী ঘটে ছিল? বাড়ি তৈরি নিয়ে মণীশ কুমার খারওয়ার এবং দেবনাথ দাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। 
খারওয়ার ও দাস পরিবারের মধ্যে। দাস পরিবারের অভিযোগ, আইন না মেনেই বাড়িটি তৈরি করেছে খারওয়ার পরিবার। বেলুড় থানায় এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। এমনকি মামলাটি কলকাতা হাইকোর্টেরও বিচারাধীন।

আরও পড়ুন -


Darjeeling: চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে গেল শিশু, স্টেশন চত্বরে উত্তেজনা


 
এই পরিস্থিতিতে, দাস পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় তাদের পরিবারের এক সদস্য, খারওয়ার পরিবারের বাড়ির সামনে বাইক রাখতে যান। অভিযোগ তখন, খারওয়ার পরিবারের লোকজন বাধা দিলে প্রথমে বচসা বাধে। তারপর তা দুই পরিবারের সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, সেইসময় দাস পরিবারের এক সদস্য, খারওয়ার পরিবারের সদস্যদের দিকে, একটি মগে করে ভাতের গরম ফ্যান ছিটিয়ে দেন। 

ঝলসে যান দুই মহিলা-সহ চারজন। গুরুতর আহত হন তাঁরা। দাস পরিবারের সদস্য  ঝর্ণা দাসের অভিযোগ, খারওয়ার পরিবার বেআইনি ভাবে বাড়ি তৈরি করছে। পাল্টা খারওয়ার পরিবারের অভিযোগ, তাঁদের পরিবারের লোকজনের উপর তাঁরা আক্রমণ করে। ভাতের ফ্যান ছিটিয়ে দেয়!

 বৃহস্পতিবার খবর পেয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেলুড় থানার পুলিশ। এই ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। দাস পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


জমি দখলকে কেন্দ্র করে বিবাদ। তার জেরে, এক যুবককে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েতের ঘটনা। একটি জমির মালিকানা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। 
শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে।  মৃতের পরিবারের অভিযোগ, তাঁরা জমিতে ঘর তৈরি করতে গেলে, বাধা দেয় প্রতিবেশী পরিবার। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। গুরুতর জখম হন আরশাদ আনসারি ও তাঁর পরিবারের ৫ সদস্য। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে, যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।