সমীরণ পাল, বনগাঁ: সুব্রত ঠাকুরের পর অশোক কীর্তনিয়া (Ashok Kirtaniya)। ২১ জুলাই বিডিও অফিস ঘেরাও কমর্সূচিতে বিডিও (BDO), মহকুমা শাসকদের হুমকি-হুঁশিয়ারির ঘটনায় আরও এক বিজেপি বিধায়কের (BJP MLA) নামে অভিযোগ দায়ের করল তৃণমূল (tmc)। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার মন্তব্য নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। এ নিয়ে মন্তব্য করতে চাননি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অন্যদিকে, একই ইস্যুতে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। গাইঘাটা থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী রাহুল মণ্ডল। এর আগে হাবড়া থানায় বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূল। থানায় অভিযোগে গুরুত্ব দিতে নারাজ গাইঘাটার (Gaighata) বিজেপি বিধায়ক।
বনগাঁ উত্তর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, 'সময় এখনও বাকি আছে, সাবধান হয়ে যান। নতুবা পশ্চিমবঙ্গের জনগণ আপনি যেখানেই থাকবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের জনতা, তাঁদের যে গণতান্ত্রিক অধিকার আপনি হরণ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের রাস্তায় দাঁড় করিয়ে, ঝাঁটা পেটা করবে।
এবার অশোক কীর্তনিয়া: সুব্রত ঠাকুরের পর, এবার অশোক কীর্তনিয়া, ভোট-সন্ত্রাসের প্রেক্ষিতে BDO এবং মহকুমা শাসকদের হুমকির ঘটনায় আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। ২১শে জুলাই, বিডিও অফিস ঘেরাও কমর্সূচি থেকে বিডিও ও মহকুমা শাসকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক।
আরও একটি অভিযোগ: অন্যদিকে, একই ইস্যুতে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। ২১ জুলাই, হাবড়া ১ নম্বর ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে বিডিও, মহকুমা শাসকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এই মন্তব্য়ের প্রেক্ষিতে সোমবার সকালে গাইঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ করেন, তৃণমূলের হাবড়া শহর সভাপতি সীতাংশু দাস।
সেদিনই রাতে, হাবড়া থানায় আরেকটি FIR করেন রাহুল মণ্ডল নামে তৃণমূল কর্মী। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে FIR, তৃণমূলকে নিশানা বিজেপির। যদিও থানায় অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গাইঘাটার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এ নিয়ে কোনও মন্তব্য়ও করতে চাননি তিনি।