বার্বাডোজ: টেস্ট সিরিজে হারতে হয়েছে। এবার ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। দলে ফিরলেন বাঁহাতি তারকা মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৭ জুলাই থেকে যা শুরু হওয়ার কথা। ওসানে থমাসকেও দলে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে সিনিয়র প্লেয়ার নিকোলাস পুরান ও জেসন হোল্ডারকে যদিও দলে রাখা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকে সুযোগ পেয়েছেন জেইডেন সিলস, ইয়ান্নিক কারিয়া, গুদাকেশ মোতিই। শাই হোপের নেতৃত্বে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ শিবির। অলরাউন্ডার রভমন পাওয়েল সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। অলরাউন্ডার কিমো পল চোটের জন্য এই সিরিজে খেলছেন না।
আসন্ন ওয়ান ডে সিরিজ ভারতের জন্য বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে। দেশের মাটিতে চলতি বছরের শেষের দিকে বিশ্বকাপ খেলতে নামবে নামবে ভারতীয় দল। যদিও ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্যতা হারিয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ভারত
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হয়ে ভারতের ২০১৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথচলা। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় টেস্টে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বৃষ্টির জন্য শেষ দিনের খেলাই সম্ভব হয়নি। মঙ্গলবার নতুন যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের ঝুলিতে রয়েছে এখন ১৬ পয়েন্ট। তাঁদের জয়ের শতাংশের হার ৬৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জয় ছিনিয়ে নেওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল।