রঞ্জিত হালদার, বারুইপুর: বারুইপুরের নবগ্রাম এলাকায় ২ বিজেপি কর্মীর চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বেধড়ক মারধরের অভিযোগ: বিজেপির দাবি, বিধানসভা ভোটের পর থেকেই এলাকাছাড়া ছিলেন দুই বিজেপি কর্মী। ফিরে এসে বিজেপির সভা-মিছিলে যোগ দেওয়াতেই গতকাল নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আখতার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়। উপপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি কর্মীরা অশান্তি পাকানোর চেষ্টা করায় স্থানীয়রা বাধা দেন। তার জেরেই বচসা, মারামারির ঘটনা ঘটেছে।                               


আক্রান্তদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আকতার মোল্লার নির্দেশে উত্তম দাস, বাবলু দাস ও তাঁদের সঙ্গীরা এই হামলা চালিয়েছে। এলাকায় বিজেপি দল করা এবং বিজেপির মিটিং, মিছিলে যাওয়ার কারণেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। বারুইপুর ব্লক তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর দাবি আক্রান্তরা এলাকায় অশান্তি তৈরি করতে এসেছিল। সেই সময় স্থানীয়দের সাথে বচসা, মারামারি হয়েছে। এরা এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয় সেই দাবি জানিয়েছেন তিনি। বিজেপির দাবি গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই বিজেপি কর্মীরা এলাকাছাড়া ছিল।    


এদিকে মালদার রতুয়ায় আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় ভিক্ষা করে সংসার চালানো প্রৌঢ়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। প্রৌঢ়ার অভিযোগ, আবাস যোজনায় প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির টাকা থেকেও ৩০ হাজার টাকা কাটমানি চান শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সেরিনা বিবি। টাকা পরে দেবেন বলায়, প্রৌঢ়াকে মারধর করা হয় বলে অভিযোগ। পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান। তদন্তে ঢিলেমি হলে আন্দোলনে নামার  হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। দল অন্যায় বরদাস্ত করবে না বলে সাফাই তৃণমূল নেতৃত্বের।               


আরও পড়ুন: Recruitment Scam: পার্থ-মানিক যুগলবন্দিতে বিপুল টাকা আত্মসাৎ? নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডির