নয়াদিল্লি: অপেক্ষার অবসান। বিয়ে সারলেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra)। করলেন নিজেদের 'পার্মানেন্ট বুকিং' (permanent booking)। 'শেরশাহ' (Shershah) কায়দায় পোস্টও করেন সেই ছবি। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে ৭ ফেব্রুয়ারি বসেছিল 'স্বপ্নিল গোলাপি' বিয়ের আসর। বিয়ের ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া (Social Media) উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়। 


নিজেদের এই বিশেষ দিনের জন্য বর ও কনে দু'জনেই বেছে নিয়েছিলেন মণীশ মালহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা পোশাক। তারকা ডিজাইনার মণীশ অবশ্য কনের ঘনিষ্ঠ বন্ধুও বটে। পোশাকের খুঁটিনাটি বিবরণ দিয়ে ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মণীশ।


সিড-কিয়ারার বিয়ের পোশাক


কিয়ারা এদিন পরেছিলেন কাস্টম অম্বরে মণীশ মালহোত্রর লেহঙ্গা যাতে 'এম্প্রেস রোজ' রঙের আভা সেটিকে আরও সুন্দর করে তোলে। এই লেহঙ্গায় রোমান স্থাপত্যের বিবরণ রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারির মাধ্যমে। 'সিটি অফ ডোমস' রোমের প্রতি সমানভাবেই আকৃষ্ট কিয়ারা ও সিদ্ধার্থ। আর তাঁদের সেই বিশেষ প্রেম-ভালবাসার কথা মাথায় রেখেই এই ডিজাইন। মণীশ মালহোত্র তাঁর পোস্টে লেখেন, 'আমাদের সিগনেচার স্পার্কল আনার জন্য আসল স্বরভস্কি ক্রিস্টাল দিয়ে অলংকরণ করা হয়েছে।' মণীশ মালহোত্রর ডিজাইন করা হিরের গয়না পরেছিলেন কিয়ারা। অভিনেত্রীর নজরকাড়া সবুজ গয়না আলট্রা ফাইন হ্যান্ডকাট ডায়মন্ডের সঙ্গে বিরল জাম্বিয়ান এমারেল্ডের মিশেলে তৈরি। এই সব তথ্যই মণীশ তাঁর পোস্টে জানান।


 






অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রর গয়নার ব্যাপারে মণীশ জানান, 'রানিওয়ালা ১৮৮১'-র তৈরি পোল্কি গয়নার সঙ্গে তাঁর পোশাকটি 'ওল্ড ওয়ার্ল্ড চার্ম' অনুপ্রাণিত। তাতে ছিল সূক্ষ্ম আনকাট হিরে। সিদ্ধার্থের পরনে ছিল মেটালিক সোনালী শেরওয়ানি, সঙ্গে রাজকীয় ছোঁয়া। শেরওয়ানিতে ছিল আইভরি সুতোর কাজ, সোনালি জারদৌসি ও বাদলা কাজ।


আরও পড়ুন: Sidharth Kiara Wedding First Pic: হাতের উপর হাত, ঠোঁট ছুঁইয়ে সাতজন্মের অঙ্গীকার, ফ্রেমবন্দি কিয়ারা-সিদ্ধার্থের গোলাপি মুহূর্ত


বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই যদিও অনুরাগীরাও উচ্ছ্বসিত। তবে বিয়ের দিনের আরও ছবি দেখতেও আগ্রহী তাঁরা। 


এ দিন বিয়ে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থের লেখায় উঠে আসে 'শেরশাহ' ছবির সংলাপ। জানান, পাকাপাকি বুকিং হয়ে গিয়েছে তাঁদের। তাঁরা লেখেন, 'আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল। আগামীর যাত্রার জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা চাই'।