কলকাতা: 'আজও ভারতবর্ষে যদিও একটাও সাচ্চা পার্টি থেকে থাকে সেটা তৃণমূল পার্টি (TMC)'। মেয়ো রোডের সভামঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন দলনেত্রী মমতা বলেন, 'আজও ভারতবর্ষে যদিও একটাও সাচ্চা পার্টি থেকে থাকে সেটা তৃণমূল পার্টি। নিন্দুকেরা কী বলবে আমার তাতে কিছু যায় আসে না। ওদের বলতে দিন। সাচ্চা পার্টি, আদর্শবান পার্টি, দিলদার পার্টি, মানবতারপার্টি, মা-মাটি-মানুষের পার্টি। তাই আপনাদের জাগতে হবে।
ছাত্র-যুব প্রসঙ্গে মমতা: এদিন তৃণমূল (TMC) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি ছাত্র-যুব প্রসঙ্গে তুলে বলেন, 'বয়স বড় কথা নয়, আমার মনটা এখনও ছাত্রীর মতোই আছে, আমি যতদিন বেঁচে থাকব, ছাত্র-ছাত্রী, শিশুমন আর মানবিক মন নিয়েই বেঁচে থাকব। আমি রাজনীতি করি মানুষের জন্য। আমি চুরি-ডাকাতির জন্য রাজনীতি করি না। আমি অনেককে গ্রেফতার করিয়েছি। অনেকেই সিপিএম থেকে এসে তাঁদের মনোভাব নিয়ে ছিল। বিজেপিরও বেশ কিছুজন আছে'।
হুঁশিয়ারির সুর মমতার মুখে: নিয়োগ-দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই, ইডি। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, এজেন্সি নিয়ে হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এ নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি-ও।
পাল্টা সরব বিজেপি: উল্লেখ্য, তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের পর গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে সোমবার TMCP’র কর্মসূচিতে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক ভাল বক্তৃতা দিয়েছে। এরপর হয়তো ওকে নোটিস পাঠাবে। অভিষেকও বলেন, ৩-৪ দিনের মধ্যে, হয়তো কিছু ঘটবে। এনিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি।
নিয়োগ-দুর্নীতির অভিযোগ নিয়ে, বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সরব, তখন সোমবার এনিয়ে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে সোমবার TMCP’র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, দলের হেভিওয়েট নেতাদের নাম করে, বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলনেত্রী। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
আরও পড়ুন: Mamata Banerjee: 'অভিষেক ভাল বক্তব্য রাখবে, কাল হয়ত ওকে নোটিস দেবে, বাচ্চাটাকেও দেবে', তোপ মমতার