হাওড়া: বালির (Bally) নিশ্চিন্দায় শাসক-দ্বন্দ্বে গ্রেফতার তৃণমূল (TMC) নেতা। তৃণমূল নেতা ষষ্ঠী গায়েনকে গ্রেফতার করল নিশ্চিন্দা থানার পুলিশ। গত সোমবার রাতে পারিবারিক বিবাদ গড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ষষ্ঠী গায়েনের ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। হামলার ঘটনার পরপরই গ্রেফতার মূল অভিযুক্ত খোকন গায়েন। অশান্তিতে মদতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন। 


পারিবারিক দ্বন্দ্ব থেকে গোষ্ঠীদ্বন্দ্ব: গত ১০ অক্টোবর হাওড়ার বালিতে (Bally) জমি নিয়ে দুই খুড়তোতো ভাইয়ের মধ্য়ে পারিবারিক বিবাদ গড়ায় তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামী তৃণমূল নেতার বার কাম রেস্তোরাঁ ও তাঁর সহযোগীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল রাজীব বন্দ্য়োপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা রাজীব বন্দ্য়োপাধ্যায়ের অনুগামীর খুড়তোতো দাদার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।   


নর্দমায় ফেলে দেওয়া হয় স্কুটি, সাইকেল, চেয়ার: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ির ইলেকট্রিকের মিটার। ভাঙচুর চালানো হয় তৃণমূল নেতার বার কাম রেস্তোরাঁতেও। হাওড়ার বালিতে জমি নিয়ে দুই খুড়তোতো ভাইয়ের মধ্য়ে পারিবারিক বিবাদ গড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে।  


একদিকে রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা খোকন গায়েন। অন্যদিকে, তাঁরই খুড়তুতো ভাই অসিত গায়েন, বালির নিশ্চিন্দার দুর্গাপুরের তৃণমূলের অঞ্চল আহ্বায়কের পদে রয়েছেন। তিনি আবার ডোমজুড়ের বিধায়ক কল্য়াণ ঘোষের অনুগামী বলে পরিচিত।  স্থানীয় সূত্রে দাবি, একটি জমিকে কেন্দ্র করেই দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।  এই পরিস্থিতিতে বিবাদ মেটাতে সোমবার একটি বৈঠক ডাকা হয়। কিন্তু অভিযোগ ওঠে, বৈঠকে দু'পক্ষের অনুগামীরা বচসায় জড়িয়ে পড়েন।                            


অভিযোগ সেদিন রাতে, খোকন গায়েন শতাধিক অনুগামী নিয়ে চড়াও হন ভাই অসিত গায়েনের বার কাম রেস্তোরাঁয়। ভাঙচুরের পাশাপাশি টাকা ও দামি মদের বোতল লুঠ করা হয় বলেও অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে পাল্টা অসিত গায়েনের অনুগামীরা চড়াও হয় বিপক্ষ গোষ্ঠীর অনুগামীর বাড়িতে!স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে খোকন ও তাঁর দলবল নির্দল হিসেবে লড়াই করে হেরে যান। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে খোকন ও অসিতের মধ্যে বিবাদের সূত্রপাত। জমি বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে যা চরমে ওঠে।