পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষ, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। দল ভাল বুঝেছিল বলে সুরক্ষা দিয়েছিল। আরও ভাল বুঝেছে বলেই তুলেছে। প্রতিক্রিয়া জাহাঙ্গির খানের।


দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দিকে দিকে বিক্ষোভ চলছে। আসল তালিকা থেকে ওয়েবসাইটে আপলোড করা তালিকা, প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজ্যের শাসক দলের অস্বস্তি বেড়েছে ডায়মন্ড হারবারে। তৃণমূল নেতৃত্ব যখন সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকাকে চূড়ান্ত বলছে, তখন প্রথম তালিকা ধরেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবারের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এবার, অভিযেক ঘনিষ্ঠ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার।


জাহাঙ্গির খান ফলতা ব্লক তৃণমূলের সভাপতি, ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের বজবজের পর্যবেক্ষক। এবিষয়ে জাহাঙ্গির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দল ভাল বুজেছে তাই নিরাপত্তা দিয়েছে, এখন আরও ভাল বুঝেছে তাই নিরাপত্তা তুলে নিয়েছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমিও নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দলকে বলিষ্ঠ করার জন্য যে চিন্তাভাবনা করা উচিত তা করব।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার নিরাপত্তা, খোদ তৃণমূল সরকারই তুলে নেওয়ায় কটাক্ষের সুর বিজেপির গলায়। দলের অন্দরে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে তারা। সব মিলিয়ে, ডায়মন্ড হারবারের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।


আরও পড়ুন: Darjeeling Municipality Election 2022 : ১০টিতে প্রার্থী তৃণমূলের, ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা?