বিশ্বজিৎ দাস, খড়গপুর: স্কুলের পরিচালন সমিতির ভোটে হেরে তৃণমূল (TMC) নেতার ঘনিষ্ঠদের তাণ্ডব! এমনকী তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যালট (Ballot Box) ছিনতাইয়ের অভিযোগও উঠেছে। 


খড়গপুর তেলুগু বিদ্যাপীঠের পরিচালন সমিতির নির্বাচনেও তাণ্ডব। তৃণমূল নেতার বিরুদ্ধে ফলাফল না মেনে ফের ভোটের জন্য চাপের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলে কান্নায় ভাঙলেন প্রধান শিক্ষক। স্কুলের ভোটে নেতার অনুগামীদের ‘তাণ্ডব’ বলে অভিযোগ করা হয়েছে। যার জেরে আতঙ্কে কেঁদে ফেললেন প্রধান শিক্ষক। 


আরও পড়ুন, ‘ডিএ দেবে না, আন্দোলনও করতে দেবে না?’, আন্দোলনকারীদের হয়ে সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর


যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা ভোটে কারচুপির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। রেহাই নেই স্কুলের ভোটেও, তাহলে কী হবে পঞ্চায়েত ভোটে?’ এদিন তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তুলে আক্রমণে দিলীপ ঘোষ। যদিও পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। দুইয়ে দুইয়ে চার করার মতো অপ্রাসঙ্গিক কথা না বলাই ভাল, জানান হয় ঘাসফুল শিবিরের তরফে।                                                     


মঙ্গলবার এই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ২ জন। বিদ্যালয়ের একটি সামান্য নির্বাচনেই যদি শাসকদলের এই তাণ্ডব হয়, তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি হতে চলেছে? এই ঘটনার বিষয়ে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনেই হাউহাউ করে কেঁদে ফেলেন। স্বীকার করেন, তিনি আতঙ্কে আছেন। অপরদিকে, অভিযোগ অস্বীকার করে বনথা ফোনে জানায়, আমাকে অভিভাবকরা আগেই পিআইই (PIE) প্রতিনিধি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।                                                                      


এই ঘটনা প্রসঙ্গে বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য, "আপনারাই বুঝে নিন, রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন কি রকম হবে। মুখ্যমন্ত্রী যতই ওই সমস্ত শান্তিপূর্ণ নির্বাচনের বুলি আওড়ান না কেন, যাঁরা সামান্য স্কুল নির্বাচনে ব্যালট ছিনতাই করে, তাদের অভিসন্ধি বোঝাই যাচ্ছে।" তবে শহর জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যেই তৃণমূলের কাউন্সিলরের এই আচরণে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে ।