আবির দত্ত, কলকাতা : দার্জিলিংয়ের ( Darjeeling ) রাজনীতিতে নতুন মোড়। ৬ জন হামরো পার্টির ( Hamro Party ) কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করলেন। তৃণমূলের ২ জন কাউন্সিলর জানিয়েছেন, তাঁরা অনীত থাপার দলকেই সমর্থন করবেন।


প্রথমবার ভোটে লড়েই ৩২ ওয়ার্ডের দার্জিলিং পুরসভা দখল
পাহাড় রাজনীতির এই পরিবর্তনের ফলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর সংখ্যা হল ১৬। হামরো পার্টির  ১২ জন কাউন্সিলর। সূত্রের খবর, দার্জিলিং পুরসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে অনীত থাপা ও তাঁর সহযোগী দলগুলি। রেস্তরাঁ ব্যবসায়ী অজয় এডওয়ার্ডস প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল প্রথমবার ভোটে লড়েই ৩২ ওয়ার্ডের দার্জিলিং পুরসভার ১৮টি আসন জিতে নেন হামরো পার্টি। একজন পদত্যাগ করায় এখন কাউন্সিলর সংখ্যা ৩১। আপাতত হামরো পার্টির দখলে বোর্ড। চেয়ারম্যানও হামরো পার্টির। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ৩ জন কাউন্সিলর কী করবেন, তা স্পষ্ট নয়। 


পাহাড়ে শূন্য হয়ে যায়  বিজেপি!
আত্মপ্রকাশ করেই দার্জিলিং পুরসভা জিতে বাজিমাত করে পাহাড়ের হামরো পার্টি। দার্জিলিং পুরভোটে বিমল গুরুং, অনীত থাপা, মন ঘিসিংয়ের মতো পাহাড়ের হেভিওয়েদের টেক্কা দেন অজয় এডওয়ার্ড! পাহাড়ে শূন্য হয়ে যায়  বিজেপি! খাতা খুলতে পারেনি বিজেপির শরিক সুবাস ঘিসিংয়ের দল GNLF-ও! পুরভোটে বিজেপি, তৃণমূল, মোর্চাকে টেক্কা দিয়ে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয় হামরো পার্টি। ৯টি আসনে জিতেছিল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।


Darjeeling : কনকনে দার্জিলিং, বইছে হাওয়া, সকালে কাঞ্চন-দর্শন, কেমন এখন দার্জিলিংয়ের আবহাওয়া ?



আজকের দুপুরের শিরোনাম 


১। বকেয়া ডিএ-র দাবি জানিয়ে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতার ৪৭ জন সরকারি কর্মচারীকে আদালতে পেশ। কোর্ট চত্বরে স্লোগান। পুরসভাতেও স্লোগানপুলিশ হেফাজত চেয়ে আবেদন রাজ্যের। 


২। ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 


 


৩। যখনই নতুন লোকজন নিয়োগ করতে চাইছি, কেউ আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসছে। লড়তেই টাকা চলে যাচ্ছে। বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর। 


 


৪। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ ফের আদালতে পেশ। ইডি-র তরফে ফের জেল হেফাজতের আবেদন জানানো হবে, খবর সূত্রের।


 


৫। অনুব্রতর নামের ১ কোটির লটারি আসলে জিতেছিল ছেলে, হুমকি দিয়ে জোর করে টিকিট কাড়ে পার্টির ছেলেরা। অভিযোগ শেখ নুর আলির বাবার। অভিযোগকারীর বাড়িতে তল্লাশি, তলব ক্যাম্পে।