ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম, বীরভূম: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! যে সব বুথে তৃণমূল হারবে, সেই বুথে উন্নয়নের কোনও কাজ হবে না। দলীয় সভা থেকে এভাবেই হুমকি দিলেন বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা নারায়ণ ভাণ্ডারী। কটাক্ষ করেছে বিজেপি। এটা বিদায়ী উপপ্রধানের ব্যক্তিগত মত, জানাল জেলা নেতৃত্ব।   


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, 'রং না দেখে দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ করে তৃণমূল সরকার। নদিয়া জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি জেতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে কোনও বিভাজন করেননি। 


নারায়ণ ভাণ্ডারী সেসব খন্ডন করে বললেন, যদি আপনারা এই ৬টা বুথকে হারিয়ে দেন, তাহলে সেই সেই বুথের যাঁরা হেরে যাবেন। তাঁদের সেই সমস্ত বুথে কিন্তু কোনও ধরনেরও উন্নয়নের কাজ পঞ্চায়েতে এসে আপনারা পাবেন না। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেদিন নদিয়ায় দলমত নির্বিশেষে কাজ করার কথা বললেন, সেদিনই সেই দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! ঠিক যেন, ফেল কড়ি মাখ তেল। ভোট দাও, উন্নয়ন পাও।  মঙ্গলবার বীরভূমের গোয়ালপাড়ার কসবা গ্রামে জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহর সমর্থনে তৃণমূলের পথসভা ছিল। সেখানেই হুমকি দেন তৃণমূলের বিদায়ী উপপ্রধান।


বীরভূম কসবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও বিদায়ী উপপ্রধান নারায়ণ ভাণ্ডারী আরও বলেছেন, আমরা ৯টা সিটে জিতে আছি। ১৫টার মধ্যে ৯টায় জিতে আছি। ৬টাতে ইলেকশন হবে। যদি আপনারা এই ৬টা বুথকে হারিয়ে দেন, তাহলে সেই সেই বুথের যাঁরা হেরে যাবেন। তাঁদের সেই সমস্ত বুথে কিন্তু কোনও ধরনেরও উন্নয়নের কাজ পঞ্চায়েতে এসে আপনারা পাবেন না। এবং আপনাদিকে, পঞ্চায়েতে এসে দরবার করলেও কোনও লাভ হবে না। 


কসবা গ্রাম পঞ্চায়েতের ১৫টির মধ্যে ৯টি আসনে ইতিমধ্যেই বিনা যুদ্ধে জিতে গিয়েছে তৃণমূল। বাকি ৬টি আসনে ভোট হবে। সেই ৬টি আসনে তৃণমূল হারলে, ওই সব এলাকায় উন্নয়নের কোনও কাজ হবে না বলে হুমকি দেন তৃণমূল নেতা। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 


সমালোচনার মুখে পড়ে সাফাই খাড়া করেছেন তৃণমূলের বিদায়ী উপপ্রধান। এটা বিদায়ী উপপ্রধানের ব্যক্তিগত মত, অস্বস্তি এডাতে দাবি করেছে জেলা নেতৃত্ব। জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ যদিও এবিষয়ে বলেছেন, এটা নারায়ণবাবুর ব্যক্তিগত মত । সব মিলিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উল্টো সুরে কতা বলে বিতর্ক বাড়ালেন বীরভূমের তৃণমূল নেতা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial