কলকাতা: দল গঠনের মরসুমে বড় সড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকারের সঙ্গে তিন বছরের চুক্তি করল সবুজ-মেরুন শিবির।


অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড জেসন কামিংসের সঙ্গে ৩ বছরের চুক্তি সারল মোহনবাগান। রাশিয়া বিশ্বকাপ খেলে গত মরশুমে সরাসরি মোহনবাগানে যোগ দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতস। এবার কামিংসকে খেলতে দেখা যাবে শতাব্দীপ্রাচীন ক্লাবে।


অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে তোলপাড় ফেলেছিলেন কামিংস। ফাইনালে হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রফি দিয়েছিলেন। সেই সঙ্গে এক মরসুমে মেরিনার্সের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির গড়লেন। ছন্দে থেকেই সবুজ-মেরুনে যোগ দিয়েছেন কামিংস।


কাতার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবুজ-মেরুন সমর্থকরাও। শেষ মরশুমে অস্ট্রেলিয়া ক্লাব ফুটবলে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ৪৮ ম্যাচে ২৭ গোল করেছেন কামিংস। নতুন মরশুম শুরুর আগে এরকম বিশ্বকাপারের দলে আসার খবরে অবশ্যই খুশি হবেন সবুজ মেরুন সমর্থকরা। 


ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে দুর্দান্ত কিছু গোল করেছেন বিশ্বকাপার স্ট্রাইকার। ২০২২ সালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ২৫ ম্যাচ খেলে ১৬ গোল করেছিলেন। অস্ট্রেলিয়া ছাড়াও স্কটল্যান্ডের জার্সিতেও আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলেছেন জেসন।


গত আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন মরসুমের আগেই ঢেলে দল সাজানো শুরু করেছে সবুজ মেরুন ব্রিগেড।


কাতার বিশ্বকাপে নজর কেড়ে নেওয়া অজি স্ট্রাইকার এবার সবুজ-মেরুন জার্সি পরছেন। তাঁকে আইএসএল মাতাতে দেখা যাবে। বুধবার কামিংসের সঙ্গে ৩ বছরের চুক্তির কথা ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিশ্বকাপ খেলা স্ট্রাইকার দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। সম্প্রতি আলবানিয়ার হয়ে ২০১৬ সালের ইউরো কাপে গোল করা আর্মান্দো সাদিকুর সঙ্গে ২ বছরের চুক্তির কথা ঘোষণা করেছে সবুজ-মেরুন শিবির। এবার নিল কামিংসকে। আক্রমণভাগে বিশ্বকাপ ও ইউরো কাপে খেলা ২ স্ট্রাইকার থাকায় মোহনবাগানের শক্তি অনেক বেড়ে গেল। ফলে এবারও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।


 






আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial